আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের হুগলীতে করোনাভাইরাসকে কেন্দ্র করে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের দোকান, বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ আর বোমাবাজির ঘটনা ঘটেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত রবিবার (১০ মে) প্রথম উত্তেজনা তৈরি হলেও পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু মঙ্গলবার (১২ মে) দুপুর থেকে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ এ পর্যন্ত মোট ১১২ জনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, কয়েকদিন আগে করোনাভাইরাস পরীক্ষার একটি শিবির করা হয়েছিল তেলেনিপাড়া এলাকায়। পরীক্ষায় প্রথমে একজন আর তারপরে আরও কজনের পজিটিভ রিপোর্ট আসে। ঘটনাচক্রে তারা সবাই ছিল মুসলমান।
একজন স্থানীয় বাসিন্দা বলছিলেন, ক্যাম্পটা মুসলমান প্রধান এলাকায় হয়েছিল তাই স্বাভাবিকভাবেই রিপোর্ট পজিটিভ হলে মুসলমানদেরই হবে। কিন্তু সেটা নিয়ে হিন্দুদের একাংশ মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে থাকে। মুসলমানরাই করোনা ছড়াচ্ছে বলে টিটকিরিও দেয়া হয়।
সংঘর্ষের যেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তাতে দেখা যাচ্ছে দোকান বাড়ি ভাঙচুর করা হয়েছে। ঐ অঞ্চলের ইন্টারনেট বন্ধ করা হয়েছে যাতে কেউ গুজব ছড়িয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
সান নিউজ/ আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.