আন্তর্জাতিক ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে এও বললেন, পুরো গ্রীষ্ম জুড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে পারে প্রাণঘাতী এই ভাইরাস।
১৭ মার্চ মঙ্গলবার ট্রাম্প তার টুইটে এই মন্তব্য করেন। টুইটে তিনি লিখেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষকরে চাইনিজ ভাইরাসে ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্স এবং অন্যান্য শিল্পখাতকে শক্তিশালীভাবে সহায়তা দেবে তার সরকার।
টুইটে তিনি আরও লিখেন, আমরা আগের চেয়েও অনেক শক্তিশালী হব।
এছাড়া সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা অদৃশ্য এক শত্রুর বিরুদ্ধে লড়াই করছি যেটা সংক্রামক। এটি পুরো গ্রীষ্ম অথবা এর চেয়ে বেশি সময় পর্যন্তও স্থায়ী হতে পারে। এসময় ট্রাম্প আগামী ১৫ দিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের রেস্টুরেন্ট, পানশালা এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান।
এরইমধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪শ' ছাড়িয়েছে। এতে মারা গেছেন ৮৬ জন। ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প দেশজুড়ে জরুরি অবস্থাও জারি করেছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর বিশ্বের ১৪৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। প্রাণঘাতী করোনাভাইরাসে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৭ হাজারের বেশি।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.