নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে দ্বিতীয় ধাপে ৩৮৫ জনকে মুক্তি দেয়া হচ্ছে।
করোনা মোকাবেলায় প্রায় ৩ হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়ার অংশ হিসেবে ৩ থেকে ৬ মাস সাজা খাটা এসব বন্দিদের মুক্তি দিতে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে।
রবিবার (০৩ মে) কারা অধিদপ্তরের অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল আবরার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ৩৮৫ জন বন্দির তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যে কোনো দিন তারা মুক্তি পাবেন।
শনিবার (০২ মে) প্রথম ধাপে ছয় মাস থেকে এক বছর সাজা ভোগকারী ১৭০ জনকে মুক্তি দেয়া ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২ হাজার ৮৮৪ জন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মৌকুফ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
ছয় মাস থেকে এক বছর সাজা ভোগকারী, তিন মাস ছয় মাস সাজা ভোগকারী, তিন মাস পর্যন্ত সাজা ভোগকারী বন্দিরা মহামারীর কারণে এই মুক্তির সুযোগ পাচ্ছেন।
সান নিউজ/ আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.