নিউজ ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে কবরস্থানসমূহে কবর জিয়ারত না করতে অনুরোধ জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশ্যে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরস্থানসমূহে কবর জিয়ারত, দোয়া, মোনাজাত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ রয়েছে।'
তবে মৃত ব্যক্তির দাফনের স্বাভাবিক কাজ অব্যাহত থাকবে বলেও এতে জানানো হয়েছে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.