সান নিউজ ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এবার পর্যটন নগরীর কক্সবাজার জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ ঘোষণা দেন। ফলে কক্সবাজার জেলার কোনো মানুষ জেলার বাইরে যেতে পারবেন না, আবার বাইরের জেলার কোনো মানুষ কক্সবাজার জেলায় প্রবেশ করতে পারবেন না।
লকডাউন বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেইজে একটি পোস্ট দেয়া হয়েছে। এতে বলা হয়, জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হয়েছে। এখন থেকে এ জেলায় আগমন ও বহির্গমন নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পবিত্র শবে বরাতের নামাজ বাসা-বাড়িতে আদায় করতে প্রশাসন জেলাবাসীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.