ক্রীড়া ডেস্ক:
গত ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯২তম আসরের পুরষ্কার বিতরণ অনুষ্টান। কিন্তু সে অনুষ্ঠানে শোনা যায়নি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। কেমন করে শোনা যাবে? তিনি তো আর সিনেমার নায়ক নয়। কিন্তু শুনতে অবাক লাগলেও সত্য যে চলচিত্রের সঙ্গে জড়িত না হয়েও অস্কার পেয়েছেন সাকিব।
সিনেমা জগতের সবচেয়ে বড় পুরস্কার ধরা হয় অস্কারকে। তবে সাকিব আল হাসানকে সিনেমার জন্য অস্কার দেয়া হচ্ছে না। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সবচেয়ে ভালো বোলিং ফিগারের জন্য সাকিবকে অস্কার পুরস্কার দিচ্ছে সিপিএল আয়োজক কমিটি।
প্রিমিয়ার লিগ ইতিহাসের সেরা পারফরমারদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে সিপিএল। যেহেতু ইতিহাস সেরা কিক্রেটারদের জন্য এ পুরস্কার তাই তারা এর নাম দিয়েছে ‘সিপিএল অস্কার’।
সিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। সেসময়ই বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। আসরের তৃতীয় ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে মাত্র ৬ রান খরচ করে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। এরপর আরও ৬টি সিপিএল আসর মাঠে গড়ালেও এখন পর্যন্ত সাকিব আল হাসানের সেই বোলিং ফিগারটিই সেরা। আর এ কারণেই সাকিবের হাতে উঠছে ক্রিকেটের এই অস্কার।
তবে এমন খুশির দিনে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় আছেন সাকিব। এ বছরের ২৮ অক্টোবর নিষেধাজ্ঞা উঠে গেলে আবারও মাঠে দেখা যাবে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.