জাতীয়

উত্তরা থেকে নকল এন-৯৫ মাস্ক উদ্ধার, পাঁচ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় আলাদা দুটি অভিযান চালিয়ে নিম্নমানের নকল এন-৯৫ মাস্ক আমদানি, বিক্রি ও বাজারজাত করার অপরাধে জাহানারা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র্যা বের ভ্রাম্যমাণ আদালত।

২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজধানী উত্তরা ৩ নম্বর ও ১৪ নম্বর সেক্টরে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন র্যািব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

র্যা ব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় সারওয়ার আলম বলেন, দুপুরে উত্তরায় চীন থেকে নকল এন-৯৫ মাস্ক আমদানি করে বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যা ব সদস্যরা সেখানে বিভিন্ন ক্যাটাগরির মজুতকৃত বিপুল পরিমাণ নিম্নমান ও নকল এন-৯৫ মাস্ক জব্দ করা হয়েছে। সেইসঙ্গে এখানে করোনাভাইরাস শনাক্তের নকল টেস্টিং কিটও বিক্রি করছে বলেও অভিযোগ রয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কের ৫৫ নম্বর রোডের বহুতল বাড়ির একটি ফ্ল্যাটে কে এস এমব্রয়ডারি অ্যান্ড পাঞ্চিং লিমিটেডের হেড অফিস ও ফ্যাক্টরি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। গোপনে ওই গুদাম অন্তত পাঁচ থেকে সাত ধরনের বিপুল পরিমাণ নকল এন-৯৫ মাস্ক উদ্ধার করা হয়েছে।

র্যা ব-১ এর এএসপি মো. নাজমুল হক বলেন, বেলা সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার সেক্টর ৩ রোড-১৩ বাড়ি-৫ একটি পরিবহন অফিসে অভিযান চালায় র্যােবের ভ্রাম্যমাণ আদালত। এসময় পণ্যের দাম বেশি নেয়ার কারণে ওই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সারওয়ার আলম আরো বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরে জাহানারা এন্টারপ্রাইজ নামে একটি অফিসে বিপুল পরিমাণ মাস্ক পাওয়া গেছে। এন-৯৫ বলে বাজারজাত করা হচ্ছিল। কিন্তু এগুলো এন-৯৫ মাস্ক নয়।
বাজারে সংকট তৈরি হবে ভেবে আমরা মাস্কগুলো জব্দ না করে কিছু নমুনা রেখেছি।

জাহানারা এন্টারপ্রাইজের দুই মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন, তারেক-ইউনূস ঐক্যমত

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যা...

এক বছরের মধ্যেই দলকে গোছাতে চান মিরাজ

ওয়ানডে ফরম্যাটে দীর্ঘদিন ধরে ছন্দে নেই বাংলাদেশ; সংকট কাটিয়ে এক বছরের মধ্যেই...

তিন সংস্করণে তিন অধিনায়ক

একই সঙ্গে তিন সংস্করণেই নেতৃত্ব দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবেই...

বগুড়ায় ক্লিন ইমেজের কমিটিতে রেকর্ড গড়লো জেলা ছাত্রদল

বিগত দিনের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা বগুড়ায় ছাত্রদ...

রাজবাড়ীতে জমি দখল নিতে দোকানে হামলা-ভাংচুর, দুজন গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি দখল নিতে বহিরাগতদের নিয়ে দোকানে হামলা, ভাংচুর, মা...

শতরানের এক ইনিংসে বিরল রেকর্ড মার্করামের; আফ্রিকারও

দক্ষিণ আফ্রিকা মানেই ফাইনালে শিরোপা জয়ের আশা জাগিয়েও হতাশায় নিমজ্জিত হওয়া। দী...

রাশমিকার পেশাদারিত্বে মুগ্ধ ধানুশ

দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও রাশমিকা অভিনিত সিনেমা ‘কুবেরা’ ঘ...

বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনায়- রুশ জেনারেল

“বিশ্বাস করুন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিট...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৪ কি‌লো‌মিটার জুড়ে যানজট

পবিত্র ইদুল আযহার ছুটি প্রায় শেষ। তাই সড়কগুলোতে যানবাহনের চাপ একটু বেশি। ঢাকা...

জামায়াত-এনসিপি অসন্তুষ্ট

শুধু মাত্র একটি দলের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা