ইন্টারন্যাশনাল ডেস্ক:
সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ঈদুল ফিতরে সাধারণ ছুটির সময় দেশটিতে টানা ৫ দিন কারফিউ জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
রয়টার্স জানায়, ২৩ থেকে ২৭ মে পর্যন্ত ঈদের ছুটি ঘিরে কারফিউ জারি থাকবে। তবে এর আগ পর্যন্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বর্তমান সময়ের মতো খোলা থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মানুষজনও চলাচল করতে পারবে। তবে মক্কায় আগের মতোই কারফিউ বলবৎ থাকবে।
করোনাভাইরাস প্রতিরোধে এর আগেও বেশির ভাগ শহরে কারফিউ জারি করে সৌদি কর্তৃপক্ষ। রমজানের প্রথম দিকে তা কিছুটা শিথিল করা হয়। তবে দেশটির যেসব এলাকায় সংক্রমণ বেশি সে এলাকা পুরোপুরি লকডাউন অবস্থায় আছে। পুরো দেশের সাথে ওই এলাকা বিচ্ছিন্ন রয়েছে।
এখন পর্যন্ত সৌদি আরবে আক্রান্ত হয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২৬৪ জনের।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.