ঠাকুরগাঁও প্রতিনিধি: বালিয়াডাঙ্গী থানা পুলিশ ইয়াবাসহ হারুন অর রশিদ (৪০) ও আবু সাইদ (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আরও পড়ুন : জুয়ার সরঞ্জামসহ আটক ৬
বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হারুন অর রশিদ (৪০) পলাশবাড়ি ইউপি ঝিকড়া (দলুয়া) গ্রামের শামসুল হকের ছেলে এবং মোঃ আবু সাঈদ (২৪) একই গ্রামের মোঃ সামসুদ্দিনের ছেলে।
আরও পড়ুন : ঝুটের গুদামে আগুন
পুলিশ জানায়, বুধবার রাতে পুলিশ হারুন অর রশিদের বসত বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ তার বাসা হতে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ওই সময় হারুন অর রশিদ ও অপর আসমি আবু সাইদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            