আন্তর্জাতিক ডেস্ক:
করোনার কারণে বিপর্যস্ত ইতালিতে এ সপ্তাহে সীমিত আকারে বানিজ্যিক প্রতিষ্ঠানগুলো চালু করা হবে।
আগামী ৪ মে ইতালির উৎপাদন ও নির্মাণ খাত পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
রবিবার (২৬ এপ্রিল) ইতালির অর্থনীতি পুনরায় চালু করার বিষয়ে পরিকল্পনার কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন কন্তে। মার্চের শুরুতে কঠোর লকডাউন জারি করা দেশটির অগ্রগতির দিকে বিশ্বের নজর রয়েছে। ইউরোপে করোনা মোকাবিলায় দেশটিকে মডেল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
লা রিপাবলিকানকে দেওয়া সাক্ষাৎকারে কন্তে বলেন, ৪ মে থেকে উৎপাদন থেকে নির্মাণ খাত পুনরায় চালুর জন্য আমরা কাজ করছি। এই লকডাউনকে আমরা আর দীর্ঘায়িত করে দেশের আর্থ-সামাজিক কাঠামোকে ঝুঁকির মুখে ফেলতে পারি না।
কন্তে জানান, মে মাসের শুরুতে উৎপাদন পুনরায় চালু হবে। তবে সাধারণ জনসমাগমের স্থান যেমন বার ও রেস্তোরাঁ চালুর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। স্কুলগুলো বন্ধ থাকবে সেপ্টেম্বর পর্যন্ত।
রবিবার পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৩৫১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬৩ হাজার ১২০ জন।
ইতালির প্রধানমন্ত্রী জানান, সবকিছুই সতকর্তার সঙ্গে চালু করতে হবে। এছাড়া সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সান নিউজ/ আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.