গণভোট নয়; শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবেন বলে জানান ইইউ পর্যবেক্ষক মিশন।
রোববার (১১ জানুয়ারি) পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলন রাজধানীর গুলশানে এ কথা বলেন প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস।
ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠাই, আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে হবে বলেও মতামত দিয়েছে তারা।
ইয়ার ইয়াবস জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে দুই মাসের মত সময় বাংলাদেশে কাজ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। নির্বাচনের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতকে অপরিহার্য আখ্যা দেন এই ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান।
নির্বাচনে ইইউ ৯০ সদস্যের স্বল্পকালীন পর্যবেক্ষক পাঠাবে জানিয়ে প্রধান পর্যবেক্ষক বলেন কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ডসহ মোট সদস্য সংখ্যা হবে ২ শতাধিক।
সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সমাজের সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে নির্বাচন প্রত্যাশা করে ইইউ।
সাননিউজ/আরআরপি