নিজস্ব প্রতিবেদক:
এ মাসের ৩ এপ্রিল থেকে কয়েক দিন দেশের কোথাও কোথাও কালবৈশাখীর সঙ্গে বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহ আরো দু'দিন থাকতে পারে বলেও জানায় তারা।
মঙ্গল (৩১ মার্চ) আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফরিদপুরসহ চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। আর দাবদাহের প্রভাবে গরমের ভাব সহজে কমবে না।
মঙ্গলবার (৩১ মার্চ) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই দাবদাহ আরো বিস্তৃত হতে পারে। উত্তরাঞ্চলে রাতের বেলাও তাপমাত্রা বাড়বে।
সামছুদ্দিন আহমেদ আরো বলেন, আগামী ৩ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত ঢাকা, ফরিদপুর, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী অঞ্চলের ওপর দিয়ে স্বল্প পরিসরে বজ্রবৃষ্টির সঙ্গে কালবৈশাখী হতে পারে।
সান নিউজ/সালি