বাণিজ্য

আমদানি স্বাভাবিক রাখতে পণ্যের ছাড়পত্র দ্রুত দিচ্ছে বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক:

বন্দরে দিয়ে আমদানি হওয়া পণ্যের ছাড়পত্র স্বাভাবিক সময়ের চেয়ে দ্রুত গতিতে দিচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

আমদানি স্বাভাবিক রাখা ও বন্দরে কনটেইনার জট কাটাতে সর্বোচ্চ কম সময়ে আমদানি করা বাধ্যতামূলক পণ্যগুলোর অনুকূলে এ ছাড়পত্র দেয়া হচ্ছে।

শনিবার (২ মে) প্রতিষ্ঠানটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাশাপাশি নমুনা সংগ্রহ, জমা, ছাড়পত্র প্রদান, পরীক্ষণ প্রতিবেদন ও নতুন সনদের জন্য আবেদন গ্রহণের কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছে বিএসটিআই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর এলাকার বিএসটিআইয়ের অফিসগুলো শুক্রবার ছাড়া প্রতিদিন বন্দরে ছাড়পত্রের আবেদন করা পণ্যের নমুনা সংগ্রহসহ যাবতীয় আনুষ্ঠানিক কার্যাদি সম্পাদন করে থাকে। এরপর ল্যাবরেটরিতে সেসব পণ্য পরীক্ষার মাধ্যমে বিল দেয়ার পরে দ্রুত সময়ে ছাড়পত্র দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে। আমদানি করা পণ্যকে অগ্রাধিকার দিয়ে সিটিজেন চার্টার নির্ধারিত সময়ের চেয়ে কম সময়ে সেবা দেয়া হচ্ছে।

গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিএসটিআইতে ১৪১টি নমুনা জমা পড়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে ২৬টি। এরমধ্যে শুধু চট্টগ্রাম অফিসে ৫৯টি নমুনা জমা পড়েছে এবং এ সময়ে ওই অফিস থেকে ১৬টি ছাড়পত্র দেয়া হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে আমদানি করা পণ্যের যেসব নমুনা বিএসটিআইতে জমা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মিল্ক পাউডার, ইনফ্যান্ট ফর্মুলা, চিনি, ফ্রুট জুস, ফ্রুট কর্ডিয়াল, বাটার, বিস্কুট, সানফ্লাওয়ার অয়েল, চকলেট, লজেন্স, ইনস্ট্যান্ট নুডুলস, সফট ড্রিংকস পাউডার, ডেক্সট্রোজ মনোহাইড্রেট, স্কিন ক্রিম, শ্যাম্পু, সিরামিক টাইলস, স্যানিটারি ওয়্যার অ্যাপ্লায়েন্স, সিরামিক টেবিল ওয়্যার ইত্যাদি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের &l...

মুনিয়ার মৃত্যুতে তৌহিদ আফ্রিদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কল রেকর্ডে প্রমাণিত হয়েছে মুনিয়ার মৃ...

চীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন-কিম,আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক...

নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি’

গত জুলাই মাসে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় ওঠে...

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা