আবারো পারমাণবিক ও আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার স্থগিতাদেশ তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছেন কিম জং উন।
বুধবার তিনি এই কর্মসূচির ঘোষণা দেন। কিম বলেন, ভবিষ্যতে নতুন কৌশলগত অস্ত্র বানাতে চায় তার দেশ। পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করতে আমেরিকাকে বেধে দেয়া সময় শেষ হওয়ার পর নতুন এই হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার এই নেতা।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেসিএন সুত্রে জানা যায় যেহেতু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া অব্যাহত রেখেছে, এবং নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়ে আমেরিকা গ্যাংস্টারের মতো আচরণ করছে, তাই কিম জং উন স্বঘোষিত স্থগিতাদেশ চালিয়ে যেতে বাধ্য নন।
তবে পারমাণবিক কর্মসূচি চালু করলেও আলোচনার জন্য দরজা খোলা রয়েছে। যেকোনো ধরনের পরীক্ষাই যুক্তরাষ্ট্রের ‘মনোভাবের’ ওপর নির্ভর করবে বলে জানান তিনি।
ওয়াশিংটন জানিয়েছে, পরমাণু কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার না করলে পিয়ংইয়ংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এদিকে গত মাসে বেশ কয়েকটি ছোট অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রকে চাপের মধ্যে রাখতে উত্তর কোরিয়া ওইসব পরীক্ষা চালিয়েছিল।
সবশেষ ২০১৭ সালে এ ধরনের অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.