খেলা

আবারও ব্যর্থ সালাহরা, শেষ চারে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জিতেও যেন স্বস্তিতে ছিল না। প্রতিপক্ষটা ছিল লিভারপুল, আর পরের লেগটা যে ছিল তাদেরই মাঠ অ্যানফিল্ডে! তবে বুধবার রাতে সেসব অস্বস্তি উড়িয়ে দিয়েছে দলটি। মোহামেদ সালাহদের সব আক্রমণ ভেস্তে দিয়ে গোলশূন্য ড্র নিয়ে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে।

বছর দুয়েক আগে বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে প্রথম লেগে হেরে এই অ্যানফিল্ডেই তাদের ৪-০ গোলে হারিয়েছিল কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। সঙ্গে প্রথম লেগ থেকে একটা ‘অ্যাওয়ে গোল’ নিয়ে ফেরায় অনুপ্রেরণা তো তাই ছিলই! তা থেকে অনুপ্রাণিত সালাহরা সুযোগ পেয়েছিলেন দ্বিতীয় মিনিটেই। তবে সাদিও মানের কাছ থেকে দারুণ এক সুযোগ পেয়েও হতাশ করেছেন সালাহ।

মিনিট দশেক পর আবারও সুযোগ আসে স্বাগতিকদের সামনে। এবার জেমস মিলনারের শটটা ঠেকিয়ে রিয়ালকে ম্যাচে পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

শুরুর আক্রমণের তোড় নির্ঝঞ্ঝাটে সামলে এরপরই নিজেদের গুছিয়ে নিতে শুরু করে রিয়াল। এরপর ২০ মিনিটে গোলের দেখা পেয়েই যাচ্ছিল জিদানের দল। কারিম বেনজেমার শটটা লিভারপুল ডিফেন্ডার ওজান কাবাকের পা ছুঁয়ে প্রতিহত হয় গোলপোস্টে।

৪০ মিনিটে সালাহ আবারও ব্যর্থ হন। বিপদজনক জায়গায় বল পেয়েও করেন এক লক্ষ্যভ্রষ্ট শট। পরের মিনিটেই জর্জিনিও ওয়াইনাল্ডাম লক্ষ্যের অনেক বাইরে দিয়ে শট নিলে প্রথমার্ধে গোলের দেখা পায়নি লিভারপুল।

এ ধারাটা অব্যহত ছিল দ্বিতীয়ার্ধেও। মাঝমাঠে বলের দখল, দারুণ আক্রমণ গড়েও গোলের দেখা পায়নি দলটি। রিয়ালের সামনেও সুযোগ এসেছিল। ৬৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পর বেনজেমার শট ঠেকিয়ে রিয়ালকে হতাশ করেন লিভারপুলের ব্রাজিলীয় গোলরক্ষক অ্যালিসন বেকার।

এরপরেও চলেছে লিভারপুলের ব্যর্থতার মিছিল। ফলে গোলশূন্য এই ড্র দুই মৌসুম পর আবারও রিয়াল মাদ্রিদকে তুলে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। শেষ চারে আগামী ২৭ এপ্রিল নিজেদের মাঠে চেলসির মুখোমুখি হবে জিদানের দল।

তবে শেষ চার নিশ্চিত করার দিনে অচেনা এক স্বাদই পেয়েছেন জিদান। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচে তার দল সর্বশেষ গোলশূন্য ম্যাচ কাটিয়েছিল সেই ২০১৫-১৬ মৌসুমে, এরপর থেকে সব নকআউট ম্যাচেই কমপক্ষে একটি করে গোল করেছে তার দল, এমনকি বিদায় নেওয়ার সব ম্যাচেও।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে- বিএ...

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের বিদেশি কুরিয়ার সার্ভিসের কার...

সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রস্তাবে ইডেন কলেজের আপত্তি

সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন ও প্রশাসনিক ক...

এনসিপির দাবি জুলাই সনদে ৩ দফা অন্তর্ভুক্ত করা

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা...

পানির অভাবে তিস্তা এখন মরুময় বালুচর

একসময় উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় তিস্তা নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন...

গাজার আর্তনাদ: ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ আনুগত্য

গাজার আকাশে এখন কোনো শব্দ নেই—না বোমার, না ড্রোনের, না আর্তনাদের। কিন্ত...

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা

এক সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্র...

জুলাই বিতর্কে সালাহউদ্দিনের সাফ কথা: ‘অপব্যাখ্যার ফাঁদে পড়েছি’

জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা &l...

শিক্ষকদের বাড়িভাতা ৫ শতাংশ বৃদ্ধি, কতটা স্বস্তি আসবে?

টানা আটদিনের আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষকদের বাড়...

যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালু করা হবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার স্থান পরিদর্শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা