নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতিতে অষ্ট্রেলিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে আগামী ৮ মে বাংলাদেশিদের মেলবোর্ন থেকে ঢাকায় ফেরত আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ক্যানবেরাতে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে বাংলাদেশিদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, 'ইতিমধ্যে প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। অল্প কয়েকটি টিকিট আছে, বুধবারের (৬ মে) মধ্যে যারা এই টিকিট কিনবে তারাই আসতে পারবে।’
কতজন আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, 'মোট সিট ১৭৫টি এবং বুধবার বলা সম্ভব হবে কতজন আসবে।’
তিনি বলেন, 'আমরা ইতিমধ্যে যাত্রীদের বলেছি, তারা যেন মেলবোর্নের বিমানবন্দরে সময়মতো উপস্থিত থাকেন।'
ওই কর্মকর্তা আরও বলেন, 'বিমানে ওঠার তিন দিন আগে তাদের কোভিড-১৯ মুক্ত অথবা উপসর্গ মুক্ত টেস্ট করাতে এবং এই সার্টিফিকেট দেখাতে হবে।'
দেশে ফেরার পরে স্থানীয় আইন অনুযায়ী, তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও তিনি জানান।
সান নিউজ/আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.