জেলা প্রতিনিধি: ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য যশোরের বেনাপোল বন্দর দিয়ে ২৭৭৮০ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানি করা হয়েছে।
আরও পড়ুন: ভাটারা হাসপাতাল বন্ধ ঘোষণা
বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ভারতীয় একটি ট্রাকে পেট্রাপোল হয়ে এ স্যালাইন বন্দরে প্রবেশ করে।
স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন এবং রফতানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানিয়েছিলেন। ভারত থেকে কেনা প্রতি ব্যাগ স্যালাইন দাম
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
পড়ছে ৬১ টাকা ৩৫ পয়সা। জানা গেছে, প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে।
আমদানিকারক প্রতিনিধিরা বলেন, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে এবং তা কম মূল্যে মানুষ ক্রয় করতে পারবেন।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে ২৭৭৮০ ব্যাগ আমদানিকৃত স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড় করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।
সান নিউজ/এমএ