খেলা

পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

স্পোটর্স ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে জিতলেই ফাইনাল, আর হারলে বিদায় এমন সমীকরণের ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাঁচা-মরার এই লড়াইয়ে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদের ব্যাটে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং সংগ্রহের দেখা পেয়েছে পাকিস্তান।

আরও পড়ুন : টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত ৪২ ওভারে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ব্যাট হাতে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৮৬ রান করেন উইকেটকিপার ব্যাটার রিজওয়ান।

এদিন বৃষ্টির কথা মাথায় রেখেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ফখর জামান কিছুটা ধীরে শুরু করেন। কিন্তু পঞ্চম ওভারে লঙ্কান পেসার প্রমদ মাধুসনের বলে বিদায় নেন ফখর। বিদায়ের আগে ১১ বলে ৪ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

আরও পড়ুন : পাকিস্তান-শ্রীলংকা ম্যাচে বিলম্ব

এরপর অধিনায়ক বাবর ও শফিকের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তারা দুজনে মিলে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন। কিন্তু এদিন সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি বাবর। দুনিথ ওলালাগের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন পাক অধিনায়ক। দলীয় ৭৩ রানের মাথায় ৩৫ বলে ৩ বাউন্ডারিতে ২৯ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

বাবর ফিরলেও ওপেনার ইমাম-উল-হকের বদলি হিসেবে দলে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগান আব্দুল্লাহ শফিক। চতুর্থ ম্যাচে এসে ক্যারিয়ারের প্রথম ফিফটিও তুলে নেন তিনি। কিন্তু ফিফটির পর আর ইনিংস বড় করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ফলে ৬৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫২ রানে করেন শফিক।

আরও পড়ুন : ভারতের বিপক্ষে নেই মুশফিক

দলীয় একশ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলার পর তরুণ মোহাম্মদ হারিস ব্যাটিংয়ে আসেন। কিন্তু পাথিরানার বলে বিদায় নেন তিনি। বিদায়ের আগে করেন ৯ বলে মাত্র ৩ রান। এরপর আরেক ব্যাটার মোহাম্মদ নওয়াজও থিতু হতে পারেননি। ১২ বলে ১২ রান করে ফেরেন তিনি। এতে দলীয় ১৩০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা।

সেখান থেকে মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ দলের হাল ধরেন। ষষ্ঠ উইকেট জুটিতে তারা দুজনে মিলে ১০৯ রানের জুটি গড়ে দলকে লড়াকু পুঁজির ভিত গড়ে দেন। শেষ দিকে দ্রুত রান তোলার তাড়ায় বিদায় নেন ইফতিখার। ৪০ বলের ইনিংসে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৭ রান করেন তিনি।

তবে ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নেওয়ার পর ইনিংসের শেষ শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে ২৫২ রান পর্যন্ত টেনে নিয়ে যান রিজওয়ান। শেষ পর্যন্ত ৭৩ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থত...

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে—সব সময়, এই স্লোগান সামনে রেখে মুন্সী...

খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা, নিরব প্রশাসন

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। রাতে...

ফুলবাড়ীতে বিজিবির অতিরিক্ত টহল তৎপরতা ও চেকপোস্ট স্থাপন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্র...

তারেক রহমানের প্রত্যাবর্তনে ঝালকাঠি থেকে ঢাকায় যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্...

অবশেষে আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান 

অবশেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্যক্ত...

বিজিবির রেদোয়ানুলসহ চারজনের বিচার শুরুর আদেশ

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘ...

বসতঘরে দুর্বৃত্তের আগুনে শিশুর মৃত্যু, ৪ দিন পর মামলা দায়ের

লক্ষ্মীপুরে বিএনপির নেতার বসতঘরে দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে শিশু আয়েশা আক...

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান...

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে: নাসির উদ্দিন

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা