বার্লের ঝড়ে চ্যালেঞ্জিং স্কোর
খেলা

বার্লের ঝড়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচ ১-১ সমতায়। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।

আরও পড়ুন : ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ

হারারেতে আগে ব্যাট করতে নামা স্বাগতিক জিম্বাবুয়ে শুরুতে ধুকলেও পরে রায়ান বার্লের ঝড়ো ফিফটিতে ১৫৬ রানে সংগ্রহ করেছে। সিরিজ জিততে টাইগারদের দরকার ১৫৭ রান।

মঙ্গলবার (২ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ দলের অধিনায়ক বদলালেও টস ভাগ্যের পরিবর্তন আসেনি। আগের দুই ম্যাচের অধিনায়ক নুরুল হাসান সোহানের মতো এদিনও টস হারেন নতুন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

সফরকারীদের আগে বল হাতে তুলে দিতে হয়। তবে শুরুতে সেই আক্ষেপ বুঝতে দেননি স্পিনাররা। পরে বার্লের আগ্রাসী ব্যাটিংয়ের ফলে চ্যালেঞ্জিং টার্গেট পেয়েছে বাংলাদেশ।

সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে ব্যাট হাতে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। প্রথম ৩ ওভারে তুলে নেয় ২৯ রান। যেখানে ইনিংসের তৃতীয় ওভারে অধিনায়ক মোসাদ্দেক একাই দেন ১৫ রান।

ঝড়ো শুরুর আভাস দেওয়া চাকাভাকে ফিরিয়ে ইনিংসের চতুর্থ ওভারে ব্রেক-থ্রু এনে দেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আউটসাইড অফের বল মারতে গিয়ে কাভারে আফিফ হোসেনের দারুণ ক্যাচের শিকার হয়ে ১০ বলে ১৭ রান করে ফেরেন ওপেনার চাকাভা।

আরও পড়ুন : অস্ত্রে নয় স্বাস্থ্যে বিনিয়োগ করুন

পাওয়ার প্লের শেষ ওভারে জোড়া আঘাত মেহেদীর। ওয়েসলে মাধেভেরেকে বোল্ড করে সাজঘরে পাঠান মাত্র ৫ রানে। এর রেশ না কাটতেই শিকার নতুন ব্যাটসম্যান সিকান্দার রাজা। আগের দুই ম্যাচেই ফিফটি করে বাংলাদেশকে ভুগিয়েছিলেন রাজা। এবার তাকে সেই সুযোগ দেননি মেহেদী। প্রথম বলেই শূন্য রানে ফেরান এই অলরাউন্ডারকে। তার ঘূর্ণিতে পাওয়ার প্লে শেষে দুর্দান্ত বাংলাদেশ।

৬ ওভারে ৪৫ রান তুললেও ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া স্বাগতিকরা পরে খেই হারায় বাংলাদেশ দলের বোলারদের নিয়ন্ত্রিং বোলিংয়ে। পরে দলীয় নবম ওভারে এসেই উইলিয়ামসকে ফেরান মোসাদ্দেক। এই ওভারে মাত্র ৫ রান দেন এই অফ স্পিনার। ব্যক্তিগত ২ রানে উড়িয়ে মারতে গিয়ে শান্তর হাতে ধরা পড়েন উইলিয়ামস।

পরের ওভারেই সাফল্য আসে মাহমুদউল্লাহ রিয়াদের হাত ধরে। প্রথমবার আক্রমণে এসে উইকেটের দেখা পান তিনি। তাতে অবদান উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের। দারুণ স্টাম্পিংয়ে ক্রেইগ আরভিনকে ফেরান। একপাশে উইকেটের মিছিল হলেও আরেক পাশ আগলে রেখেছিলেন আরভিন।

আরও পড়ুন : আবারও বেড়েছে মৃত্যু ও শনাক্ত

কিন্তু তাকে থামিয়ে দিলেন ২ ম্যাচ পর একাদশে ফেরা মাহমুদউল্লাহ। ১৩তম ওভারের শেষ বলে মুস্তাফিজ ফেরান মিল্টন শুম্বাকে। আউটসাইড অফের বল খোঁচা দিয়ে ফেরেন সাজঘরে। ১১ বলে ৪ রান করেন তিনি।

১৩ ওভারে ৬৭ রানে ৬ উইকেট হারানো জিম্বাবুয়েকে সেখান থেকে টেনে তোলেন রায়ান বার্ল আর লুক জংওয়েও। ইনিংসের ১৫তম ওভারে ৫টি ছয় ও ১ চারের সাহায্যে নাসুমের ওভার থেকে বার্ল তুলে নেন ৩৪ রান।

টি-টোয়েন্টি এটি বাংলাদেশি কোনো বোলারের সবচেয়ে খরুচে ওভার। এর আগে ২০১৯ সালে মিরপুরে এই বার্ল সাকিব আল হাসানের থেকে তুলেছিলেন ৩০ রান।

পরে মাত্র ২ চার ৬ ছয়ের মাতে মাত্র ২৪ বলে ফিফটি তুলে নেন বার্ল। ২৮ বলে ৫৪ রানে থামেন তিনি। বার্লকে ফিরিয়ে ৩১ বলে ৭৯ রানের সপ্তম পার্টনারশিপ ভাঙেন হাসান মাহমুদ। জংওয়েও ব্যাট থেকে আসে ২০ বলে ৩৫ রান।

জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে। সিরিজ জিততে বাংলাদেশ দলের সামনে লক্ষ্যটা আকাশ ছোঁয়া নয়, নাগালেই আছে। এখন ঠিকঠাক ব্যাটিং করতে পারলেই হয়!

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী

কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু সৈন্য প্রাণ হার...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বুধবার (...

"আমি এখন আমেরিকা চালাই, পৃথিবীও চালাই" : ট্রাম্পের দাবির তাৎপর্য

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত মন্তব্য নতুন...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা