খেলা

আইপিএলের শিরোপা উঠছে কার ঘরে

ক্রীড়া ডেস্ক: আরিয়ানকাণ্ডে ভালো নেই শাহরুখ পরিবার। মাদক মামলা ছেলে জেলে। কয়েদি নাম্বার ৯৫৬। এ অবস্থায় মান্নাতে সুখে নেই শাহরুখ-গৌরি পরিবার। তবে আজ একটি আনন্দের সংবাদ হতে পারে। কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)র ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শিরোপা জিতলে কিছুটা হলেও শান্তি পাবেন।

ফাইনালে হারের রেকর্ড ধোনির সবচেয়ে বেশি। এবার দিয়ে নবমবার টি-টোয়েন্টি প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছে মহেন্দ্র সিং ধোনিরা। অথচ শিরোপা মোটে তিনটি। অর্থাৎ, আগে পাঁচবার ফাইনাল হারের দুঃখ বইতে হয়েছে তাদের। যদিও অতীত ইতিহাসের ব্যর্থতার খাতা ফেলে সাফল্যের আলোতে শিরোপা সংখ্যা ‘চার’ গুনতে দ্বিধা কীসের ধোনিদের?

শিরোপার হিসাব-নিকাশ আজই (শুক্রবার) চূড়ান্ত হয়ে যাবে। করোনার কারণে বন্ধ থাকায় এবারের আইপিএলের সময়টা দীর্ঘ হয়েছে। অনেক অপেক্ষা শেষে শ্রেষ্ঠত্বের মুকুট চেন্নাই না কলকাতার মাথায় উঠছে, জানা যাবে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়ে যাওয়া ফাইনালে। দুবাইয়ের বারুদে ফাইনাল সরাসরি দেখা যাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ১ চ্যানেলের পর্দায়।

এই ফাইনাল খেলার কারণেই এখনও বাংলাদেশ দলে যোগ দেননি সাকিব। যদিও কলকাতার একাদশে তার সুযোগ পাওয়াটা ‘যদি’ ‘কিন্তু’র ওপর দাঁড়িয়ে। আন্দ্রে রাসেল ফিট হয়ে উঠলে কপাল ‍পুড়তে পারে বাংলাদেশি অলরাউন্ডারের। হ্যামস্ট্রিং চোটে কেকেআরের শেষ ছয় ম্যাচ খেলতে পারেননি ক্যারিবিয়ান হার্ডহিটার ব্যাটার। ফাইনালেও তাকে নিয়ে সংশয় আছে। তবে রাসেল ফিরলে সাকিবের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।

যদিও কলকাতার কোয়ালিফায়ার খেলার পথে সাকিবের অবদান অনেক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এলিমিনেটর ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ের পর রান তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ সময়ে তার বাউন্ডারিতেই জয়ের পথ তৈরি হয়েছিল কলকাতার। যদিও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কোয়ালিফায়ারে সুবিধা করতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার। রাসেল ফিট হয়ে না উঠলে ফাইনালেও দেখা যেতে পারে সাকিবকে।

চেন্নাই-কলকাতা এর আগেও মুখোমুখি হয়েছিলো ফাইনাল। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ের শিরোপা নির্ধারণী মঞ্চে দল দুটি খেলেছিলো ২০১২ সালে। সেবারের লড়াইয়ে চেন্নাইয়ের হৃদয় ভেঙে উৎসব করেছিল কলকাতা। এবারের লড়াই জিতবে কে, জানা যাবে আজই!

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা