স্পোর্টস ডেস্ক:
করোনা পরিস্থিতির কারণে বিশ্বের অধিকাংশ মানুষ হোম কোয়ারেন্টিনে বন্দি। ঘরে বন্দি থাকতে কতদিন আর ভালো লাগে। চার দেয়ালের মধ্যে বসে থাকতে থাকতে চলে আসে একঘেয়েমি।
এই বিরক্তিকর পরিস্থিতি কাটাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফোন নম্বর দিয়ে দিলেন টেনিস তারকা মারিয়া শারাপোভা।
উদ্দেশ্য নিজের একঘেয়েমি কাটিয়ে ওঠা এবং ভক্তদের মধ্যে কোয়ারেন্টিনে থেকে যারা বিরক্ত হয়ে ওঠেছেন তারও প্রিয় তারকার সঙ্গে কথা বলে মনটা ভালো করে নিতে পারে।
চোটের কাছে হেরে কিছুদিন আগে টেনিস থেকে বিদায় নিয়েছেন শারাপোভা। এখন সবাস করছেন যুক্তরাষ্ট্রে। রুশ এই টেনিস কন্যাও সেখানে হোম কোয়েরেন্টিনে সময় কাটাচ্ছেন। বিশ্বজুড়ে ভক্তদের সঙ্গে টুইটার বা ইনস্টাগ্রামে বার্তার বিনিময় করছেন। কখনো আবার যোগ দিচ্ছেন ভিডিও কলে। এভাবেই সময় কাটছে তার। এতেও একঘেয়েমি থেকে নিজেকে মুক্ত রাখতে পারছেন না।
তাই এবার ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন নিজের ফোন নম্বর। (+১) ৩১০-৫৬৪-৭৯৮১ এই নম্বরে প্রিয় তারকার সাথে কথা বলতে পারেন আথবা বার্তা বিনিময় করতে পারবেন।