নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত নারী (৪৫) মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
মঙ্গলবার (১২ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে এই ঘটনা ঘটেছে। পরে গুরুতর আহত অবস্থায় ঐ নারীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় সাভার পরিবহনের একটি বাস ঐ নারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পথচারীরা পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত জানান।
আরও পড়ুন: আগামীকাল বৃষ্টির সম্ভবনা
তিনি আরও জানিয়েছেন, ঐ নারীর পরনে ছিল শাড়ি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাসটি এ ঘটনার পরপরই জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।
সান নিউজ/এএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            