নিজস্ব প্রতিনিধি: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম রবিউল মুক্তাদির চৌধুরী জানিয়েছেন, দুর্নীতি রোধ ও সরকারি ভবন নির্মাণে অপচয় কমানোর চেষ্টা করা হবে। সেই সাথে মানহীন ও অপ্রয়োজনীয় ভবন নির্মাণ করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন: অগ্নিসন্ত্রাস গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছে
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন মন্ত্রী।
এ সময় তিনি বলেন, বালিশকাণ্ডের মতো ঘটনা যেন আর না ঘটে, এজন্য দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিগ্রহণ করা হবে। কিছু দিন দেখেন, কী ব্যবস্থা নেয়া হয়। যেসব প্রকল্প বা প্রতিষ্ঠান নিয়ে অভিযোগ আছে, তা খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ
এছাড়া মন্ত্রণালয়ের সচিব ও গৃহায়ণের চেয়ারম্যান প্লট নিয়েছেন- এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, যদি আইনের বাইরে কিছু করা হয়, এক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে।
রাজউকে মসজিদের নকশা অনুমোদনের ক্ষেত্রে ঘুষ চাওয়ার অভিযোগের জবাবে তিনি বলেন, রাজউকে ঘুষ দিয়ে যে মসজিদের অনুমোদন নিতে হয়েছে, সেখানে নামাজ পড়া নাজায়েজ হবে। সেই মসজিদ ভেঙে ফেলা উচিত বলে মন্তব্য করেন গণপূর্তমন্ত্রী।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            