নিজস্ব প্রতিবেদক: ডোম-ইনো গ্রুপের এমডি আবদুস সালামকে বনানী থানা পুলিশ গ্রেফতার করেছে। আদালতে দায়ের করা একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২১ জানুয়ারি) সকালে বনানী চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: খসড়া ভোটার তালিকা প্রকাশ
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালতে ডোম-ইনো গ্রুপের এমডি আবদুস সালামের বিরুদ্ধে প্রতারণা মামলা রয়েছে। সে মামলায় তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্টও জারি করেন। সে ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আজ সকালে চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সান নিউজ/এএ