নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ নভেম্বর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্ধোধন করবেন। সেদিন তিনি নরসিংদী মুসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
আরও পড়ুন: সার কিনবে সরকার
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নুরএলাহি মিনা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আগামী ১২ নভেম্বর নরসিংদীতে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় আওয়ামী লীগ জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। জনসভায় ব্যাপক লোকসমাগম করতে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।
সান নিউজ/এএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            