নিজস্ব প্রতিবেদক : রাজধানী মিরপুরে চুরির অভিযোগে মো. ইমন (১৭) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন : চাল আমদানির প্রয়োজন হবে না
সোমবার (২ অক্টোবর) মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বিষয়টি জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর বিকেলে মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরের দ্বিতীয় তলার একটি বাসায় চুরি হয়। চোর ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। পরে একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় জড়িত ইমনসহ ২ জনকে শনাক্ত করা হয়।
আরও পড়ুন : সারাদেশে ভূমিকম্প অনুভূত
রোববার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে ইমনকে গ্রেফতার করা হয়। তার ভাষ্য মতে, একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল বিক্রির ৯৭৫০০ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ইমন বলেছেন, সে মিরপুর ১২ নম্বরের হারুণ মোল্লা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আইফোন কেনার জন্য পরিবারের কাছে টাকা চেয়েছিল। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অপারগতা জানায়। এতে ইমন ক্ষিপ্ত হয়ে আরেক বন্ধুকে নিয়ে চুরির পরিকল্পনা করে ঐ বাসায় চুরি করেছে বলে জানায় সে।
সান নিউজ/এমএ