নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কেরানীগঞ্জে ১ টি কেমিক্যাল কারখানায় আগুন লেগে ৩ জন মারা যায় ও ১ জন গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা যায়।
সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে পরে ভোর ৬টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
এদিকে ফায়ার সার্ভিস আগুনের ঘটনায় প্রাথমিক ৪ জনের মরদেহ উদ্ধারের কথা জানায় ।
পরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, আমাদের কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় ১মে ৪ জনের মরদেহ উদ্ধারের তথ্য আসে। পরবর্তীতে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। ১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: রক্তঝরা ১৫ আগস্ট আজ
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার ভেতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায় নি।
সান নিউজ/এএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            