জাতীয়

মুজিববর্ষে বেকার থাকবে না কেউ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষে কেউ বেকার থাকবে না। বেকারত্বের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। যুবসমাজের কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার।

আজ (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের জন্য প্রশিক্ষণ ও ঋণসহ বিভিন্ন সহায়তার ব্যবস্থা করেছে সরকার। তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও বিভিন্ন শিল্প স্থাপনেও কাজ চলছে।

বলেন, দেশের যুব সমাজকে ভাবতে হবে, আমরা চাকরি করবো না চাকরি দেব। চাকরি করার চেয়ে ১০ জনকে চাকরি দেয়া উত্তম। যুবসমাজকে আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাসম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে। যারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোক্তা হবেন, সরকার তাদের সহায়তা দেবে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের কল্যাণে ফ্রিল্যান্সারসহ বিভিন্ন পেশাজীবী গড়ে উঠেছেন। চাকরি না করলেই বেকার, এখন আর বিষয়টি তা নয়। তবে সামাজিকভাবে তাদরে মূল্যায়ন করা হচ্ছে না। সমাজের এ মানসিকতা বদলাতে হবে।

সরকার অনলাইনে আয়ের সুযোগ সৃষ্টি করে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যুব উন্নয়নসহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। বিনা জামানতে ঋণের ব্যবস্থাও করেছ সরকার। যুবকদের স্টার্টআপ প্রোগ্রামকে উৎসাহ দিতে ব্যাংকে টাকা আছে। আমরা ফান্ড গঠন করে দিয়েছি। সহজ শর্তে সেখান থেকে ঋণ পাবে যুবকরা।

বাংলাদেশকে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের &l...

মুনিয়ার মৃত্যুতে তৌহিদ আফ্রিদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কল রেকর্ডে প্রমাণিত হয়েছে মুনিয়ার মৃ...

চীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন-কিম,আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক...

নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি’

গত জুলাই মাসে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় ওঠে...

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা