ছবি: সান নিউজ
জাতীয়

কেমন আছে বঙ্গবাজারের ব্যবসায়ীরা

রহমত উল্যাহ: রাজধানী ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত দেশীয় পোশাকের অন্যতম পাইকারি ও খুচরা বিক্রয়কেন্দ্র বঙ্গবাজার। ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী বাজারটি তার চিরচেনা রূপ হারিয়ে পরিণত হয় একটি নিতান্ত হকার্স মার্কেটে।

গত ৪ এপ্রিল যখন ব্যবসায়ীরা ঈদকে কেন্দ্র করে লাখ লাখ টাকার মালামাল উঠায়, ঠিক তখনই সংঘটিত হয় এ ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে পুড়ে ছাই হয় বাজারটির প্রায় ৩ হাজার দোকান।

ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বঙ্গবাজার পরিচালনা কমিটির উদ্যোগে ভস্মীভূত হওয়া স্থানে ইট-বালু দিয়ে সমতল করে চৌকি বসিয়ে অস্থায়ীভাবে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার (২ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময়ের কোলাহলময় বঙ্গবাজার এখন বিশাল খোলা মাঠে পরিণত হয়েছে। মাঠজুড়ে কাঠের তৈরি ছোট ছোট চৌকি। ব্যবসায়ীরা তীব্র রোদ উপেক্ষা করে ছাতা কিংবা ত্রিপল টাঙ্গিয়ে চৌকিতে জামা-কাপড় সাজিয়ে বসে আছেন বিক্রির জন্য। কাউকে দেখো গেছে এখনো দোকান শুরু করার প্রস্ততি নিতে।

নিজেদের অসহায়ত্বদের বর্ণনা দিয়ে বঙ্গবাজারের ব্যবসায়ী ময়মনসিংহের জয়নাল আবেদিন বলেন, ‘আমার দুইটি দোকান ছিলো। গোডাউনসহ দুইটি দোকানই পুড়ে যায়। প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন চৌকি বসিয়ে বেচা-কেনা করলেও আগের মত বিক্রি নেই। তীব্র রোদে মানুষ কিনতে আসতে চায় না। আর বৃষ্টি হলে সবকিছু গুটিয়ে চলে যেতে হয়। এভাবে পুঁজিও উঠবে না।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্থায়ী সমাধানের দাবী জানিয়ে আরেক ব্যবসায়ী মুন্সিগঞ্জের কামরুল হাসান বলেন, ‘আমরা অনুদান চাই না। আমরা চাই দ্রুত আমাদের মার্কেটের ব্যবস্থা করে ব্যবসায়ীয়ের পরিবেশ ফিরিয়ে দেওয়া হোউক।’

ব্যবসায়ীদের পূনর্বাসিত করার উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে বঙ্গবাজার পরিচালনা কমিটিরি সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডে ২৯৬১টি দোকান পুড়ে যায়। তাৎক্ষনিকভাবে চৌকি বসিয়ে ব্যবসায়ীদের বেচা-কেনার ব্যবস্থা করা হয়েছে। স্থায়ীভাবে ভবন নির্মাণের জন্য সিটি করপোরেশন ও সরকারের সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, বঙ্গবাজারে অগ্নিকাণ্ড কিংবা উত্থান-পতন নতুন নয়। ১৯৬৫ সালের দিকে ফুলবাড়িয়ার তৎকালীন ঢাকা রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে গড়ে উঠে এই হকার্স মার্কেট। হকাররা বিভিন্ন মুখরোচক খাবার, শো-পিস এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রতিদিন মাথায় করে এনে বিক্রি করতো।

স্টেশন বন্ধ হওয়ার পরও সেখানে হকারদের বেচা-কেনা চলতে থাকে। একসময় রেলওয়ের জায়গায় গড়ে উঠে টিনশেড মার্কেট। ১৯৮৫ সালে বঙ্গবাজারের জায়গাটি আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে রেলওয়ে কর্তৃপক্ষ। ১৯৯০ সাল নাগাদ বঙ্গবাজার পুরোপুরি রূপান্তরিত হয় পোশাক বিক্রির অন্যতম কেন্দ্রস্থলে।

নতুন রূপে পথচলা শুরুর মাত্র পাঁচ বছরের মাথায়, ১৯৯৫ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২ হাজার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফের ২০১৮ সালের ২৪ জুলাই, আরেকটি অগ্নিকাণ্ডের শিকার হয় বঙ্গবাজারের গুলিস্তান ইউনিটের বেশকিছু দোকান।

এর আগে, ২০১৭ সালের ১৬ জানুয়ারি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বঙ্গবাজারের চারটি ইউনিটকেই 'মারাত্মক ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্টদের একটি নোটিশ দেয়। ২০১৮ সালের জুলাইয়ের অগ্নিকাণ্ডের পরও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কয়েকবার নোটিশ দেয় মার্কেট কর্তৃপক্ষকে। কিন্তু চলতে থাকে মার্কেটের কার্যক্রম।

সবশেষে, গত ৪ এপ্রিল সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো মার্কেটটি ভস্মিভূত হয়ে যায়। পুড়ে ছাই হয় প্রায় ৩ হাজার দোকান। বঙ্গবাজার ফিরে যায় তার চিরচেনা হকার্স মার্কেটের রূপ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় ব্যস্ত বৃহস্পতিবার: বিএনপি-জাতীয় পার্টির একাধিক সভা ও বৈঠক

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নানা রাজ...

শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা আজ

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানব...

ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, ফার্মগেটে বিক্ষোভ

রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষা...

মাদারীপুরে ৭ শিক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, তবুও সবাই ফেল

মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্...

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে ফয়জুল করিম, ‘শেখ হাসিনাই একমাত্র আশ্রয়স্থল’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক স্ব...

বাগেরহাটে শীতকালীন সবজির বাম্পার ফলনের সম্ভাবনা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেব...

খেজুরের যত গুণ ও উপকারিতা

খেজুর পৃথিবীর অন্যতম প্রাচীন ও পুষ্টিকর ফল। এটি শুধু একটি সাধারণ খাদ্য নয়, বর...

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের 

দাপুটে পারফরম্যান্সে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো ক্যাশলেস ক্যাম্পাস

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে...

পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না

প্রয়োজনে আমাদের পথে নামতে হবে পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা