নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪
সোমবার (১৩ মার্চ) ভোরে মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজাযর সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. শাহাবুদ্দিন (৩৫)।
আরও পড়ুন : মৃত্যুতে শীর্ষে মেক্সিকো
শাহাবুদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা মো. সুলতান আহমেদ বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হয়ে রাস্তায় পড়ে ছিল শাহাবুদ্দিন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ২২
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
সান নিউজ/এনজে