জাতীয়

বাসচালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ঢামেক: বগুড়ায় হাসান সরকার (৫০) নামে এক বাসচালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসান সরকার শহরের পালসা সরকার পাড়ার মৃত শামসু সরকারের ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে জাকির সরকার মৃদুল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসানের বাড়ির সামনে সালিস বৈঠককে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুর রশিদ সরকার জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ বিষয়ে শুক্রবার দুপুরে একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেটি হত্যা মামলায় রূপান্তর হবে। পাশাপাশি জড়িত সকলকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার পালসা সরকার পাড়ার এক তরুণীকে দীর্ঘ দিন ধরে উক্ত্যক্ত করত রুপম সরকার নামে এক ব্যক্তি। একপর্যায়ে মেয়েটিকে নানা রকম কু-প্রস্তাব দিতে থাকেন তিনি। এ বিষয় নিয়ে এলাকায় একটি সালিস বসে। সেই সালিসে হাসান হাসানকে দেখে নেওয়ার হুমকি দেয়া হয়। তবে সালিস বৈঠকে বিচার না হওয়ায় ভুক্তভোগী তরুণী বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এতে রুপমের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে রুপম ও তার স্ত্রী খুশি তাদের সহযোগীদের নিয়ে হাসানের পথরোধ করে গালিগালাজ করেন। একপর্যায়ে রুপম হাসানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কয়েকটি আঘাত করেন। এতে হাসান মাটিতে পড়ে যান।

পরে অভিযুক্তরা তাকে মারধর করতে থাকলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার স্থানীয়রা হাসানকে উদ্ধার করে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালার আয়োজন

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে “ইফে...

দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ...

মাদারীপু‌রে ফ্ল্যাটের গ্রিল ও ভেন্টিলেটর ভেঙে চুরি

মাদারীপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে একটি ভবনের দুইটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘট...

দুটি মোটরসাইকেল চুরি, আটক ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতা...

হাসপাতালে ওষুধ কেনাকাটায় অনিয়ম, দুদকের অভিযান

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ওষুধ রাখার গুদামে আজ রোববার অভিযান চ...

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, মে...

আরপিও সংশোধনের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা!

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা হিস...

খাগড়াছড়িতে ইউপিডিএফ এর গোপন আস্তানা থেকে অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়ার ঘন জঙ্গলে ইউনাইটেড পিপলস ডে...

শাপলা প্রতীকেই আগামী নির্বাচনে অংশ নেবে এনসিপি

কোনো দলের চাহিদা মতো একটা প্রতীক বরাদ্দ দিতে না পারলে এ কমিশনের ওপর থেকে জনগণ...

এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ব্যাংক খাতের অর্থ লুটকারী এস আলম কর্তৃক অবৈধভাবে ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা