ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন প্রদর্শনীর করে সচেতন নাগরিক সমাজ
জাতীয়

মেয়র কি নেবেন কাঁচি-চিরুনি

জাহিদ রাকিব

এক বছর বয়সী তাহসানের ছোট বল, চা বিক্রেতা ফাতেমার চায়ের কাপ, ৩৭ বছরের যুবকের জুতা, রুবেলের রং তুলি, নরসুন্দর রনজিতের কাঁচি-চিরুনি, মিমের টেবিল চামচ, কারো ওড়না, কারো ট্রাউজার এরকম বহু ব্যবহৃত জিনিস নিয়ে রাজধানীতে জড়ো হয়েছিলেন কিছু লোক। এগুলো ছিলো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিস। স্মৃতিচিহ্ন হিসেবে এগুলো নগর জাদুঘরে রাখার দাবি উঠেছে।

অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবহেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। দক্ষিণ সিটির মেয়ের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কি ডেঙ্গুতে মৃত্যু ওই ব্যক্তিদের ব্যবহৃত এই জিনিসগুলোকে নগর জাদুঘরে স্থান দেবেন?

বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) হাইকোর্টের কদম ফোয়ারা সংলগ্ন সড়কের পাশে এক অনুষ্ঠানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন প্রদর্শনী এবং এগুলো নগর জাদুঘরে রাখার দাবি জানানো হয়।

সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই আয়োজনে জুরাইন এলাকায় ডেঙ্গুতে মৃত স্বজনের ব্যবহৃত স্মৃতিচিহ্ন নিয়ে এসেছিলেন স্বজনরা।

এই আয়োজনে বক্তব্যে মিজানুর রহমান নামে একজন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের সময় ২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে যায়। বর্তমান অবস্থাও প্রায় একই। সাবেক মেয়র সাঈদ খোকন ও বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের মধ্যে তেমন কোনও পার্থক্য নেই। আসল সমস্যা হচ্ছে, তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। তারা মানুষকে মানুষ মনে করেন না। তাই মশা নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু জুরাইনে আটজন মারা গেছেন। বর্তমানে হাজারের ওপরে লোক ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের চিকিৎসা ও মারা যাওয়া ব্যক্তির পরিবারের দায়িত্ব সিটি করপোরেশনকে নিতে হবে। তাদের অবহেলায় আজকে এই বেহাল অবস্থা।

তিনি আরও বলেন, কিছু দিন আগে মেয়র আমাকে বলেন- আমি নাকি জুরাইনের বাসিন্দা না, আমি মিথ্যা তথ্য দিয়ে ঢাকাবাসীকে বিভ্রান্ত করছি। আমি মেয়রকে চ্যালেঞ্জ করে বলি, আপনি জুরাইনে আসেন, দেখেন আমি জুরাইনের বাসিন্দা কি-না। আমাদের ওয়ার্ডে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এবং যারা হাসপাতালে ভর্তি আছেন, তাদের সব তথ্য আমার কাছে আছে।

দক্ষিণ সিটির ৫৩ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত নয় বছরের নাতনিকে দেখতে এসে বৃদ্ধ নানা মারা যান বলেও জানান জুরাইনের আলোচিত বাসিন্দা মিজানুর রহমান।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ফাতেমার স্বামী জহিরুল ইসলাম বলেন, আমি এবং আমার স্ত্রী দুইজনেই ডেঙ্গু আক্রান্ত হই। আমি সুস্থ হলেও আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি। আমার স্ত্রীর মৃত্যুর দায় সিটি করপোরেশনকে নিতে হবে।

ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন পলাশ কুমার। তিনি বলেন, আমি দীর্ঘদিন হাসপাতালে ছিলাম। আমি একটা সেলুনে কাজ করি। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে আমার পরিবার ঋণ করে চিকিৎসার খরচ বহন করে। সিটি করপোরেশন একটু দায়িত্ব নিয়ে কাজ করলে আমাদের পরিবারগুলো এমন ভুক্তভোগী হতো না।

তিনি আরও বলেন, আমার বাড়ির আশপাশে সব সময় ময়লা পানি জমে থাকে। আমরা কয়েকবার নিজ উদ্যোগে পরিষ্কার করলেও সিটি করপোরেশন কোন কাজ করে না। তারা মাঝে মাঝে লোক দেখানো ওষুধ দেয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা সাননিউজকে বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে যাচ্ছি। ডেঙ্গু পুরো পৃথিবীতে একবারে নির্মূল করা সম্ভব নয়। সবাই সচেতন থাকলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে আশার আলো হচ্ছে--আমাদের কার্যকর প্রচেষ্টায় এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটা কমে আসছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডাকসু নির্বাচনে মব সৃষ্টি করে ছাত্রদলকে বাধা দেয়া হয়েছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন...

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ ভিনিসিয়ুস

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে বাকি আছে মাত্র দ...

বলিভিয়ার মানুষ  দীর্ঘ দুই দশকের বামপন্থী শাসন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে

দুই দশক ধরে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া শাসন করছে বামপন্থী মুভমেন্ট অব সোশ্যাল...

রূপলাল-প্রদীপকে মারধরে জড়িত অনেকে চিহ্নিত, গ্রেপ্তার নেই

রংপুরের তারাগঞ্জে দুই ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও...

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জা...

বনানির সিসা বারে রাব্বি হত্যায় দোষ স্বীকার করে মুন্নার জবানবন্দি

ঢাকার বনানী এলাকার ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি হত্য...

সিলেটে একদিকে উদ্ধার, অন্যদিকে চলছে হরিলুট

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথরে নজিরবিহীন লুটপাটের পর প্রশাসনের কঠোর অভিযানে উদ্...

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জা...

ডাকসু তে ২৮ পদে লড়তে চান ৬৫৮ প্রার্থী, 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহে...

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী

দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা