জাতীয়

বিশ্বের ব্যয়বহুল কয়েকটি বিবাহবিচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি ডিভোর্সের মধ্যে জেফ বেজোস এবং ম্যাকেঞ্জি স্কটের বিচ্ছেদটি এখনও প্রথম সারিতে থাকলে সম্প্রতি বিয়ের ২৭ বছর পর বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস (৬৫) এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস (৫৬) বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে সারা দুনিয়ায় তুমুল আলোচনা আর জল্পনাকল্পনার জন্ম দিয়েছেন।
২০১৯ সালের জুলাই মাসে ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা, বিলিয়নিয়ার জেফ বেজোস এবং তার স্ত্রী ম্যাকেঞ্জি স্কট বিয়ের ২৫ বছর পর তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ টানেন। ওই বিবাহবিচ্ছেদ ম্যাকেঞ্জি স্কটকে বিশ্বের তৃতীয় ধনী নারীতে পরিণত করে। নারী-পুরুষ মিলিয়ে বিশ্বের ২২তম শীর্ষ ধনীও এখন ম্যাকেঞ্জি স্কট। এখন পর্যন্ত ওই বিচ্ছেদটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স হিসেবে গণ্য করা হয়ে থাকে। যার কারণে জেফ বেজোসকে নিজের ৩৬ বিলিয়ন ডলারের সম্পদ ভাগ করে নিতে হয়েছিল। এ বছরের মার্চ মাসে ম্যাকেঞ্জি স্কট সিয়াটলের এক বিজ্ঞান শিক্ষকের সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

অ্যালেক ওয়াইল্ডেনস্টেইন এবং জোসেলিন ওয়াইল্ডেনস্টেইনের বিয়ে বিচ্ছেদ ছিল ৯০‘র দশকের (১৯৯৯ সালে) সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স। জোসেলিন ওয়াইল্ডেনস্টেইন যিনি প্লাস্টিক সার্জারি করতে করতে ‘ক্যাটওম্যান’ নামে পরিচিত ছিলেন, ওই ডিভোর্সে পান ২.৫ বিলিয়ন ডলার, যা সেই সময় ছিল বিশাল অংকের টাকা।
তবে সম্ভবত ভাগ্য ক্যাটওম্যানের সহায় হয়নি। ২০১৮ সালে তিনি দেউলিয়া হন। ফ্রেঞ্চ-আমেরিকান ধনকুবের ও আর্ট ডিলার স্বামী অ্যালেক ওয়াইল্ডেনস্টেইন তার সাথে প্রতারণা করছেন জোসেলিন এটা জানার পর তাদের বিচ্ছেদটি বাজে হয়ে উঠেছিল।

কলেজ জীবন থেকেই তাদের সম্পর্কের পর বিলিয়নিয়ার টেসলার সিইও এলন মাস্ক ২০০৮ সাল পর্যন্ত আট বছরের জন্য কানাডিয়ান লেখিকা জাস্টিন উইলসনের সাথে বিবাহবন্ধনে ছিলেন এবং তাদের ছয় সন্তান ছিল। মাস্ক জানিয়েছেন তারা দুজন কিভাবে তাদের বাচ্চাদের যৌথ হেফাজতে রাখেন।
তিনি বলেন, বাচ্চাদের পরিচর্যাকারীর খরচ তিনিই বহন করেন এবং জাস্টিনকে প্রতি মাসে ২০,০০০ ডলার 'পোস্ট ট্যাক্স' প্রেরণ করেন। তিনি দাবি করেন, বিলাসবহুল 'বেল এয়ারে'র বাড়ি জাস্টিন উইলসনকে দিয়ে দেয়ার পাশাপাশি এই বিচ্ছেদের জন্য তাকে প্রতি মাসে গড়ে ১৭০,০০০ ডলার আইনী খরচ পরিশোধ করতে হয়।

জাস্টিন ছাড়াও অভিনেত্রী তালুলাহ রিলের সাথে মাস্কের দুইবার বিবাহ বিচ্ছেদ হয়। ২০১২ সালে তালুলাহ রিলে ৪.২ মিলিয়ন ডলার নিয়ে আলাদা হয়ে যান। তবে তারা এক বছর পর আবারও বিয়ে করেন। ২০১৫ সালে মাস্ক আবারও তার কাছ থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং নিউ ইয়র্ক পোস্ট অনুসারে ১৬ মিলিয়ন ডলারের বিনিময়ে এই দম্পতি দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের মীমাংসায় সম্মত হন।

এক সময়ের ফর্মুলা ওয়ান বস বার্নি এক্লেস্টোন (ফর্মুলা ওয়ান গ্রুপের সাবেক প্রধান নির্বাহী) বিবাহের ২৪ বছর পর ২০০৯ সালে ক্রোয়েশিয়ান আরমানি (ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড) মডেল স্লাভিকা রাডিস থেকে আলাদা হন। তাদের বিচ্ছেদ মীমাংসা সম্পর্কে অবশ্য তেমন কিছু জানা যায়নি। তবে সানের রিপোর্ট অনুযায়ী ধারণা করা হয়, বার্নি এক্লেস্টোন তার প্রাক্তন স্ত্রীকে প্রায় ১.২ বিলিয়ন ডলার প্রদান করেন।
গল্ফ কিংবদন্তি টাইগার উডসের সাথে সুইডিশ মডেল এলিন মারিয়ার প্রথম দেখা হয় '২০০১ ওপেন চ্যাম্পিয়নশিপে'। এর তিন বছর পর তারা বার্বাডোসে বিয়ে করেন। তবে ২০০৯ সালে টাইগার উডসের সাথে এক নাইটক্লাব ম্যানেজারের সম্পর্কের খবর প্রকাশের পরে ওই বিয়ে ভেঙে যায়। এলিন মারিয়া এক বছর পর টাইগার উডসকে তালাক দিয়েছিলেন ১১০ মিলিয়ন ডলারের নিষ্পত্তিতে।
সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ ভিনিসিয়ুস

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে বাকি আছে মাত্র দ...

বলিভিয়ার মানুষ  দীর্ঘ দুই দশকের বামপন্থী শাসন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে

দুই দশক ধরে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া শাসন করছে বামপন্থী মুভমেন্ট অব সোশ্যাল...

ডাকসু নির্বাচনে মব সৃষ্টি করে ছাত্রদলকে বাধা দেয়া হয়েছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন...

রূপলাল-প্রদীপকে মারধরে জড়িত অনেকে চিহ্নিত, গ্রেপ্তার নেই

রংপুরের তারাগঞ্জে দুই ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও...

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জা...

 রাশিয়ার দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ

রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার কিনেছিল জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়...

৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদনের দ্বিতীয় পর্যায়ের প...

বনানির সিসা বারে রাব্বি হত্যায় দোষ স্বীকার করে মুন্নার জবানবন্দি

ঢাকার বনানী এলাকার ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি হত্য...

সিলেটে একদিকে উদ্ধার, অন্যদিকে চলছে হরিলুট

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথরে নজিরবিহীন লুটপাটের পর প্রশাসনের কঠোর অভিযানে উদ্...

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে বলে জা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা