জাতীয়

বিদেশ ফেরতদের ঘরে থাকতে সেনা সদস্যদের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক:

কোয়ারেন্টিন নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে বিদেশ ফেরতদের ঘর থেকে বের না হতে ফোন করে অনুরোধ জানানো হচ্ছে। কোথাও বা সেনা সদস্যরা সরাসরি বিদেশ ফেরতদের বাড়ি গিয়ে এ অনুরোধ জানাচ্ছেন।

গত ২৪ মার্চ করোনাভাইরাস প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহযোগিতার জন্য মাঠে নামে সশস্ত্র বাহিনী। সেদিন সারাদেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় সভা করেন সেনা কর্মকর্তারা। এর পরদিন থেকে সারাদেশে কাজ শুরু করে সশস্ত্র বাহিনী।

সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে ও করোনাভাইরাস প্রতিরোধে নানা ধরণের সচেতনতামূলক কার্যক্রম শুরু করেন। পাশাপাশি স্থানীয় গরিব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

বিদেশ ফেরতদের ঘর থেকে বের না হতে ফোন করার বিষয়ে জানতে চাইলে আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, ‘বিদেশ ফেরত ব্যক্তিরা ঝুঁকিতে রয়েছেন। তাই তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। তাদের তালিকা সংগ্রহ করে ফোন করে সবাইকে কোয়ারেন্টিনে থাকতে অনুরোধ করা হচ্ছে। কোথাও কোথাও বাড়ি বাড়ি গিয়েও তাদেরকে এই অনুরোধ জানানো হচ্ছে। বিভিন্ন স্থানে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মানুষকে সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টিন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খেলতে গিয়ে সৌরবিদ্যুতের তারে গলায় ফাঁস, শিশুর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে সৌরবিদ্যুতের তারে গলায় ফাঁস লেগে সাফওয়ান নামে ৪ বছরের এক শি...

কভার্ড ভ্যান–বাসের মাঝে পিষে মোটরসাইকেল চালক নিহত

ঝালকাঠি বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় বাস ও কভার্ড ভ্য...

সাংবাদিকসহ ৪ পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

মাদারীপুরে মাহবুবুর রহমান বাদল নামের এক সিনিয়র সাংবাদিককে ১৫ দিন ধরে অবরুদ্ধ...

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে প...

ভারতের জার্সি গায়ে পাকিস্তানি খেলোয়াড়, ফেডারেশনের জরুরি সভা

পাকিস্তানের একজন কাবাডি খেলোয়াড় বাহরাইনের একটি টুর্নামেন্টে ভারতের জার্সি গায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা