জাতীয়
করোনাভাইসার

মাস্ক বিতর্ক

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা কতটুকু জরুরি, এ বিতর্ক চলছে প্রথম থেকেই। বাংলাদেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইডিসিআর থেকে বলা হয়েছিলো মাস্ক পার জরুরি নয়। করোনা থেকে বাচার মূল চাবিকাঠি হচ্ছে হাত ধোয়া। নাক, মুখ ও চোখে অপরিষ্কার হাতে না দেয়া। করোনাভাইরাসের লক্ষণ আছে এমন ব্যক্তির সামনে গেলে অবশ্যই মাস্ক পড়তে হবে।

আথচ এই মাস্কের জন্য বিড়ম্বনায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে। মাস্ক ব্যবহার না করে বাড়ির বাইরে যাওয়া দেশের বিভিন্ন স্থানে কান ধরে উঠবস করার মতো শাস্তি পেতে হয়েছে অনেককে।

সরকার করোনা প্রতিরোধে জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীকে। বন্ধ করে দেয়া হয়েছ গণপরিবহন। অধিকাংশ দোকান-পাটও বন্ধ।

এতসব পদক্ষের নেয়ার পরও, মাস্ক ব্যবহার না করেই রাস্তায় বের হয়েছে অনেকে। প্রশ্ন দেখা দিয়েছে আমাদের সচেতনতা নিয়ে।

ময়মনসিংহে গতকাল যারা মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ায় অনেককে কান ধরে উঠবস করিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জেও। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অভিযান চালিয়ে যুবকদের কান ধরে উঠ-বস করিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে লিংক রোডের স্বপ্নডানার পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় প্রায় ১০-১২ জন যুবককে এই শাস্তি দেওয়া হয়।

করোনা প্রতিরোধে প্রয়োজনীয় মাস্ক ব্যবহার না করায় এবং অহেতুক ঘোরাঘুরির কারণে এ শাস্তি দেওয়া হয়েছে। এর আগে ২৫ মার্চ বুধবার র‌্যাব সদস্যরা কয়েকজন যুবককে কান ধরে উঠবস করার শাস্তি দেন।

মাস্ক না পরে রাস্তার বের হওয়ায় রাজবাড়ী জেলায় পথচারীদের কান ধরে উঠবস করিয়েছে পুলিশ। এবিষয়ে জানতে চাইলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, করোনাভাইরাস থেকে রক্ষায় সচেতনতামূলক অনেক কিছু করা হয়েছে। এখন জাতীয় স্বার্থে কঠোর না হয়ে উপায় নেই।

দ্বীপ জেলা ভোলায় মাস্ক না পরে রাস্তায় চলাফেরা করায় ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রাবধানীর সড়কগুলোতেও দেখাগেছে অনেকেই মাস্ক ছাড়াই বের হয়েছেন। এমন কয়েকজনকে মাস্ক না পড়ার কারণ জিজ্ঞাসা করলে বলেন, আইডিসিআর বলেছে, সবসময় মাস্কের প্রয়োজন নেই। করোনায় আক্রান্ত এবং করোনার লক্ষণ দেখা যাচ্ছে এমন ব্যক্তিদের সামনে গেলে মাস্ক পরা মাধ্যতা মূলক। তাই মাস্ক ছাড়াই বেড় হয়েছি।

মাস্ক না পড়ে বের হওয়রা করণে বিভিন্ন স্থানে কান ধরে উঠবস করাছে আইনশৃঙ্খলা বাহিনী। একথা বলতেই একটু ভরকে ওঠেন তারা। এরপর বলেন, রাস্তায় রেব হলে মাস্ক পরা বধ্যতামূলক এ কথাটা স্পস্ট করে বলা উচিৎ। আমরা কার কথা শুনবো পুলিশ না আইডিসিআর।

তবে বিশেষজ্ঞারা বলছেন, করোনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকাটাই উত্তম। বাইরে বের হলে মাস্ক পরে নেয়াই ভালো। বাইরে আনেক রকম মানুষের সংস্পর্শে যাওয়া হয়। কে সুস্থ কে অসুস্থ তা আমরা জানি না। তাই মাস্ক পরে নেয়া অতি জরুরি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের ন...

গজারিয়াতে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়...

টসে জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে  ফিল্ডিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নেমেসে ব...

আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ

টি–টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করল বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে ১৮২ রানের...

ঢাকায় এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণে নির্দেশিকা আনছে ডিএনসিসি

ঢাকা শহরে কোন এলাকায় বাড়িভাড়া কেমন হওয়া উচিত এবং ক...

আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ

টি–টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করল বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে ১৮২ রানের...

গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থান, গ্রেপ্তার প্রেসিডেন্ট 

পূর্ব আফ্রিকার গিনি বিসাউয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। দেশটির প্রেসিডেন্ট উ...

ঢাকায় এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণে নির্দেশিকা আনছে ডিএনসিসি

ঢাকা শহরে কোন এলাকায় বাড়িভাড়া কেমন হওয়া উচিত এবং ক...

কুষ্টিয়ায় সেতু নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে জামায়াতের মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুর বাজারের মধ্যে দিয়ে প্রবাহিত গঙ্গা–কপোতাক্ষ (জিকে) সেচ...

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা