সান ডেস্ক:
বঙ্গবন্ধুর সমগ্র জীবন আমাদের সবার জন্য অনেক বড় প্রেরণা বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দেয় এক ভিডিও বার্তায় মোদী বলেন, গত শতাব্দীর মহান ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ১৩০ কোটি ভারতবাসীর পক্ষে থেকে বাংলাদেশকে অভিনন্দন ও শুভ কামনা জানাই।
ভিডিও বার্তায় মোদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে ব্যক্তিগতভাবে মুজিব শতবর্ষ অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানান। কিন্তু করোনাভাইরাসের কারণে আমার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই বিকল্প প্রস্তাব দেন। তাই ভিডিও’র মাধ্যমে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি।
ভারতের প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় আরও বলেন, আমি আনন্দিত যে, বর্তমানে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমাদের সুসম্পর্কের কারণেই স্থল ও সমুদ্রসীমানার মতো জটিল সমস্যাগুলি সহজে সমাধান হয়েছে।
সড়ক, রেল, বিমান, জলপথ বা ইন্টারনেটের মতো অনেক ক্ষেত্রে সহযোগিতা দুই দেশের মানুষকে আরও বেশি সংযুক্ত করছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে।
সমগ্র বাংলাদেশকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।