জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুত গোপালগঞ্জ

গোপালগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে সংক্ষিপ্ত করা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সূচি। আর এইু সংক্ষিপ্ত কর্মসূচির মূল আয়োজনটা হবে জাতির জনক শেখ মুজিবর রহমানের জন্মস্থানে। তার জন্য গোপালগঞ্জ এখন প্রস্তুত।

রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছে নেতা-কর্মীরা। রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ।

ইতোমধ্যে দিনটি যথাযতভাবে পালনের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

এছাড়া অন্যান্য বিভাগ বিশেষ করে গণপূর্ত বিভাগ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের শোভাবর্ধনের জন্যও অন্যান্য যেসব কাজ করা দরকার তা শেষ করেছে। সড়ক ও জনপথ বিভাগ গোপালগঞ্জের প্রবেশ দ্বার থেকে টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিসৌধ পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থান ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থান নতুনভাবে সাজিয়েছেন। ফুলগাছসহ রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে শোভাবর্ধন করা হয়েছে।

টুঙ্গিপাড়া পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার মধ্যে রাস্তার পাশের ভবন, টিনের ঘর, বেড়া, ব্রিজ লাল-সবুজ রঙ করে পতাকার রঙে সাজিয়ে তুলেছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঢাকা থেকে আসার পথে গোপালগঞ্জের প্রবেশ দ্বার মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তার ওপর শত শত তোরণ নির্মাণ করেছেন।

এছাড়া মুকসুদপুর মোড়, কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়, ওভার ব্রিজ, সদরের পুলিশ লাইনস্ মোড়, বেদগ্রাম মোড়, ঘোনাপাড়া মোড়, টুঙ্গিপাড়ার পাটগাতি মোড়সহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে লাইটিং-এর ব্যবস্থা করা করা হয়েছে। এছাড়াও মাজার কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে।

সব মিলিয়ে গোপালগঞ্জ জেলায় এখন সাজ সাজ রব চলছে। পুরো গোপালগঞ্জই সেজেছে এক অনন্য সাজে। সবাই এখন ক্ষণ গণনার দিকে তাকিয়ে আছে, কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। কখন পর্দা উঠবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান মালার।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এ উপলক্ষে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে করোনা ভাইরাসের কারণে জন্মদিনের অনুষ্ঠানকে সীমিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে জন্মদিন উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশ।

এদিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানাবেন। পরে সশস্ত্র বাহিনী অনার গার্ড প্রদান করবেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানিয়েছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাব্যাপী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ প্রবেশ দ্বারগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। টুঙ্গিপাড়াসহ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, এই সময়ে যেহেতু দেশে করোনা ভাইরাসের ঝুঁকি আছে, তাই আমরা শিশুদেরকে ঝুঁকির বাইরে রাখতে চাই। এই মূহুর্তে শিশু সমাবেশ আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে সময় সুযোগ মতো আমরা এই অনুষ্ঠানটি করবো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

যশোর জেলার কেশবপুরে সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক...

মুন্সীগঞ্জ-১ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাত...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ডের মূলহোতা অনিক গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস (৩৫)–কে নির্মমভাবে হত্য...

জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়েছে, কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্...

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা