জাতীয়

কাফনের কাপড় পরে এখনও রাজপথে প্যানেল প্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক : টানা ২৭ দিন অনশন করেও দাবি বাস্তবায়ন হয়নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত নিয়োগ প্রত্যাশীদের। প্রতিদিনের মতো সোমবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগপ্রত্যাশীরা জানান, প্রাথমিকে প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের দাবিতে গত ২৬ দিন ধরে খোলা আকাশের নিচে কাফনের কাপড় পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন অব্যাহত রেখেছেন। টানা ৩৬ দিন ধরে তারা বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনে যুক্ত হয়ে এখন পর্যন্ত দুই শতাধিক প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফের আন্দোলনে যুক্ত হয়েছেন।

আন্দোলনে যোগ দেয়া বরিশাল জেলা থেকে আসা বিলকিস জাহান বলেন, আমার সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। এখন আর কোথাও আবেদন করার সুযোগ নেই। জীবনের গতিপথ দেয়ালে ঠেকে যাওয়ায় ঘর ছেড়ে রাজপথের আন্দোলনে যুক্ত হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে পড়ে থাকব।

তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু মাস্টার্স ডিগ্রি অর্জন করতে গিয়ে সেশনজটে পড়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে গেছে। ২০১৪ সালে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সেখানে আবেদন করি। ২৪ লাখ প্রার্থীর মধ্যে আড়াই শতাংশ লিখিত পরীক্ষায় পাস করে। তার মধ্যে আমি একজন। সকল শূন্য পদে নিয়োগ দেয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলেও মাত্র ১৮ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়।

বিলকিস জাহান বলেন, একটি নিয়োগ কার্যক্রম শেষ করতে দুই থেকে তিন বছর সময় ব্যয় করা হয়। অথচ ২৪ লাখ প্রার্থীর মধ্যে ৫৫ হাজার প্রার্থী মেধার পরিচয় দিলেও তাদের প্যানেলভুক্ত নিয়োগ না দিয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি অমানবিক আচরণ ছাড়া আর কিছু নয়। নিয়োগ না দেয়া পর্যন্ত রাজপথ ছেড়ে বাড়ি ফিরবেন না বলে জানান তিনি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ- ২০১৮ পরীক্ষায় মৌখিক পরীক্ষা থেকে বাদ পড়া প্রার্থীরা প্যানেলভুক্ত নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন। এ পরীক্ষায় ২৪ লাখ প্রার্থী অংশ নেন। এর মধ্যে ৫৫ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় পাস করেন। ১৮ হাজার প্রার্থীকে নিয়োগ দেয়া হয়।

সংগঠনের সভাপতি আব্দুল কাদের বলেন, দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকলেও প্যানেলভুক্ত প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দেয়া হচ্ছে না। আগে এ পদ্ধতি অনুসরণ হলেও এখন তা মানা হচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি বাস্তবায়নে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেছেন।

তবে প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ দেয়ার কোনো চিন্তা নেই বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানানো হয়েছে। এজন্য নতুন নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। গত তিন সপ্তাহে আট লক্ষাধিক অনলাইন আবেদন এসেছে। আগামী ২৪ নভেম্বর আবেদন কার্যক্রম শেষ হবে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাই টিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই ট...

সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২৪-২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আগা...

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে, ন্যাটোতে যোগ দিতে পারবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জে...

প্রকৃতি ও পানির প্রতি আমাদের সদয় হতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন...

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে নোটিশ

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্...

শেবাচিমে চিকিৎসা সেবা বন্ধ রেখে মানববন্ধন

স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে বরিশালে পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালিত হচ্ছে। সংস্কা...

শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

বাংলাদেশের গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেটিতে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ...

 এশিয়া কাপ হকিতে আমন্ত্রণ পেল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে সুযোগ পেল বাংলাদেশ। পাকিস্তান আসর থেকে নাম প...

তরতর করে নামছে এনসিপির ইমেজ

ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের এক দফা দাবিতে ২০...

মাই টিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা