ছবি: সংগৃহীত
জাতীয়
থার্ড হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ

ব্রিটিশ রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) সকালে (স্থানীয় সময়) বাকিংহাম প্যালেসে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন তারা। এ সময় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক রূপান্তর, সংস্কার নিয়ে আলোচনাও হয়। একই দিন বিকালে ‘কিংস চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড’ দেওয়া হয় ড. ইউনূসকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, গতকাল সকাল ১১টা ২০ মিনিটে কিংস চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের একান্ত বৈঠক শুরু হয়। শেষ হয় ১১টা ৫০ মিনিটে। অধ্যাপক ইউনূস বাকিংহাম প্যালেসে পৌঁছালে কিংস চার্লস তাকে স্বাগত জানান। বৈঠকে বাংলাদেশে যে বড় রকমের ট্রানজিশন (রূপান্তর) হচ্ছে তা নিয়ে কথা হয়েছে। অন্তর্বর্তী সরকার সংস্কারে কী কী পদক্ষেপ নিয়েছে তা কিংস চার্লসকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ৩০ মিনিটের বৈঠকে খুবই সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। পুরো সফরে এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট। বৈঠক শেষে ড. ইউনূসকে কিংস চার্লস ও কুইন ক্যামিলার স্বাক্ষরিত ও ছবিসংবলিত একটি উপহার দেওয়া হয়। বিকালে বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টাকে ‘কিংস চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড’ প্রদান করেন রাজা তৃতীয় চার্লস।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এ সময়ে এ অ্যাওয়ার্ডটা অনেক বড় স্বীকৃতি। পুরো বাংলাদেশের জন্য এটা সম্মানের। পুরো জীবনে অধ্যাপক ইউনূস যে কাজগুলো করেছেন তার স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। প্রেস সচিব বলেন, ড. ইউনূস ক্ষুদ্রঋণের প্রবর্তক। সামাজিক ব্যবসা নিয়ে কাজ করছেন। পুরো বিশ্বে দারিদ্র্য নিরসনে ক্ষুদ্র ঋণ অনেক বড় একটা হাতিয়ার। সামাজিক ব্যবসা দারিদ্র্য কমাতে বড় অবদান রাখতে পারে, যা অনেক বড় বড় লাভজনক ব্যবসা পারে না। একই সঙ্গে ড. ইউনূস তিন শূন্য তত্ত্ব নিয়ে কাজ করছেন। মানুষের কল্যাণে তিনি পুরো জীবনে যে কাজগুলো করেছেন, তার স্বীকৃতি হবে এই কিংস চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। তিনি বলেন, কিংস চার্লসের সঙ্গে ড. ইউনূসের সম্পর্ক অনেক পুরোনো। প্রফেসর ইউনূস যত বই লিখেছেন, তার মধ্যে একটা বড় বইয়ের মুখবন্ধ লিখে দিয়েছিলেন কিংস চার্লস।

আজ তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যকার বৈঠক প্রসঙ্গে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচনের একটা তারিখ দিয়েছেন। বাংলাদেশ ও বাংলাদেশের সামনের রাজনৈতিক বাস্তবতার জন্য এ বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। একজন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, অপরজন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান। তারা সবকিছু নিয়ে আলাপ করবেন। আজ স্থানীয় সময় সকাল ৯টার মধ্যেই বিএনপির প্রতিনিধি দল বৈঠকে আসবেন বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব।

গতকাল ব্রিটিশ পার্লামেন্ট ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমেন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক হওয়ার কথা।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার নানা কর্মসূচি ছাড়াও গত তিন দিনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর একের পর এক বৈঠক করেছেন। গত পরশু এনসিএর সঙ্গে একটা বৈঠক ছিল। এনসিএ গতকালই জানিয়েছে, তারা যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পত্তি জব্দ করেছে। বৈঠকগুলোর ফলাফল আমরা খুবই দ্রুত পাব বলে আশা করছি।

তিনি বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার বিভিন্ন দেশে পাচার হয়েছে। তার একটা অংশ যুক্তরাজ্যে এসেছে বলে আমরা জানতে পেরেছি। বৈঠকগুলোর অন্যতম একটা উদ্দেশ্য বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার।


সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জে পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যহতি

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে এইচএসসি পরীক্...

নোয়াখালীতে পানি নামছে ধীর গতিতে, কয়েক গ্রামে বেড়েছে

টানা চার দিনের পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টিপাতের পর টানা দুদিন নোয়াখালীতে রোদ্...

নোয়াখালীতে পানি নামছে ধীর গতিতে, কয়েক গ্রামে বেড়েছে

টানা চার দিনের পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টিপাতের পর টানা দুদিন নোয়াখালীতে রোদ্...

মোরেলগঞ্জে পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যহতি

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে এইচএসসি পরীক্...

ডিজিটাল ব্র্যান্ডিং লিডার দেবাশীষ দাস

দেশের অন্যতম সৃজনশীল টেলিভিশন গ্রাফিক্স ও ডিজিটাল ব্র্যান্ডিং বিশেষজ্ঞ দেবাশী...

ইয়োগা ও মানসিক সুস্থতার

দেশের ডিজিটাল ব্র্যান্ডিং ও ব্রডকাস্ট গ্রাফিক্স জগতের অন্যতম পরিচিত মুখ দেবাশ...

মোশন গ্রাফিক্স ডিজাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা

আজকের বিশ্ব প্রযুক্তির অদ্ভুত এক মোড়ে দাঁড়িয়ে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (A...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা