জাতীয়

পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির গেট ভেঙে ভেতরে আন্দোলনকারীরা

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। সূচি প্রকাশের পর থেকেই লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছেন তারা। এই দাবিতে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসির সামনে বিক্ষোভ করতে থাকেন ৪৬তম বিসিএস লিখিত প্রার্থীরা।

এদিকে, তাদের আন্দোলন চলাকালীন সময়ে দুপুরে পিএসসি কার্যালয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, যারা পড়াশোনা করছে তারা সবাই তৈরি। তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসে দুই পরীক্ষা দেয়া যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছানোর দাবিটা মনে হয় না যৌক্তিক।

এই বক্তব্যের পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেছে। তাদের দাবি, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। তাদের ভাইভা কবে শেষ হবে আমরা জানি না।

এর মাঝেই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮মে এবং ৪৭তম বিসিএসের প্রিলি আগামী ২৭ জুন হবে বলে সূচি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেয়া অধিকাংশ প্রার্থী ৪৬ এর লিখিত দেবে, আবার লিখিত পরীক্ষাতেও অংশ নিতে হবে। এ ছাড়া ৪৭তম প্রিলিতেও অনেকে অংশ নিবে। এত কম সময়ের মধ্যে এত প্রিপারেশন নেওয়া কঠিন। তাই লিখিত পরীক্ষা পেছানো উচিত বলে দাবি তাদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

নির্বাচিতের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘য...

এনআইডি দেখে শুকনা খাবার বিতরণ: আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতার ১০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর–৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবি...

শিল্প বর্জ্যের আগ্রাসনে বিপর্যস্ত ভালুকা খীরু নদী!

শিল্প বর্জ্যের অব্যবস্থাপনায় চিরসবুজ ভালুকার বুক চিরে বয়ে চলা খীরু নদী আজ নীর...

পরিবর্তনের ডাক নিয়ে মাঠে ট্রাক মার্কার প্রার্থী রবিউল হাসান, রাঙ্গাবালী–চরমোন্তাজে গণজোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া&ndas...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা