নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি গলির পাশে একটি ডাস্টবিন থেকে কন্যা নবজাতকের (১ দিন) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) ভোর পৌনে ১টায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঢামেকে হাসপাতালে অজ্ঞাত লাশ উদ্ধার
যাত্রাবাড়ী থানা উপ-পরিদর্শক (এসআই) ইফাত আহমেদ বলেন, খবর পেয়ে রাত ১২টায় কলাপট্টি গলির মুখে ডাস্টবিন থেকে ঐ নবজাতককে উদ্ধার করি। এরপর আইনি প্রক্রিয়া শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঐ নবজাতককে কে বা কারা ডাস্টবিনে ফেলে গেছে সেই বিষয়ে তদন্ত চলছে। এ সময় আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে। এর পরে এলাকার কয়েকজনকে জিজ্ঞেস করে এই বিষয়ে কিছু জানা যায়নি।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            