নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম
শফিকুল আলম লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাকে তার প্রেস সচিব হওয়ার ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। আমি তার ও জাতির সেবা করার জন্য সম্মানিত বোধ করছি। এখনও নিয়োগপত্র হাতে পাইনি। তবে আশা করছি, দু’একদিনের মধ্যে পেয়ে যাব।
সংশ্লিষ্ট সূত্র জানান, গত রোববার ড. মুহাম্মদ ইউনূস শফিকুল আলমকে প্রেস সেক্রেটারি নিয়োগের প্রস্তাব দেন। শফিকুল আলম এতে সম্মতি দিয়েছেন। এক বা দুই দিনের মধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন হতে পারে।
দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে শফিকুল আলম বিশ বছর ধরে এএফপিতেই কাজ করছেন।
সান নিউজ/এএন