সংগৃহীত
জাতীয়

অবৈধ দোকান ও ভবন উচ্ছেদ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার দক্ষিণ আজমপুর জামতলা এলাকায় রাস্তার উপরে থাকা অবৈধ ২৫টি দোকান ও ৬টি বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আরও পড়ুন:

সোমবার (১০ জুন) সকালের দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তার উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

মেয়র আতিকুল ইসলাম জানান, রাজধানীর দক্ষিণখান ও উত্তরখান এলাকার সরু রাস্তা ও জলাবদ্ধতা হলো এই এলাকার প্রধান ২টি সমস্যা। এই এলাকার রাস্তা প্রশস্তকরণ ও জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। তাই এই এলাকার জনগণের দাবি যেন দ্রুত সমাধান করা হয়। তবে রাস্তা প্রশস্তকরণের জন্য মানুষ তার জমির জায়গা ছাড়ছে না। এ জন্য জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ নির্মাণ করা যাচ্ছে না। তারা অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করে রেখেছে। এর ফলে জলাবদ্ধতা নিরসন এবং রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলতে থাকবে।

আরও পড়ুন:

তিনি বলেন, রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) থেকে যখন অনুমোদন নিয়েছে তখন প্রতিটি রাস্তা ২০ ফুট প্রশস্ত দেখানো হয়েছে। তবে ভবন নির্মাণের সময় বেশিরভাগই রাস্তাই দখল করে ভবন নির্মাণ করেছেন তারা। রাজউকের সাথে সমন্বয় করে এই সব ভবন গুলো চিহ্নিত করা হচ্ছে। এই নতুন ওয়ার্ডের অন্তর্গত এলাকার জলাবদ্ধতা নিরসন ও অন্তত ২০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ না করলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে না। এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সমাধান করে এলাকাকে উন্নয়ন করতে হবে। এ এলাকায় বহু জনগণের বসবাস যা দিন বেড়েই চলেছে। তাই পরিকল্পিত টেকসই উন্নয়নের কোন বিকল্প নেই। এ জন্য রাস্তা অন্তত ২০ ফুট প্রশস্ত না হলে সিটি কর্পোরেশন থেকে কোনো বরাদ্দ দেওয়া হবে না।

আরও পড়ুন:

এ সময় দখলদারদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, গত সপ্তাহেও আমি এ এলাকা পরিদর্শন করেছি। তখন আমি ঘোষণা দিয়েছিলাম সকল অবৈধ দখল সরিয়ে নিন, রবিবার (৯ জুন) এর পরে উচ্ছেদ অভিযান করব। তার আগে স্থানীয় সংসদ সদস্য এবং কাউন্সিলররা একাধিক বার রাস্তার উপরে অবৈধভাবে গড়ে তোলা ভবনের অংশ সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তবে তারা এগুলোকে সরিয়ে নেননি। এই জন্য আমি অবৈধ দখলদারদের আর কোনো বৈধ নোটিশ দেব না। তারা এই সকল অংশ নিজ দায়িত্বে না সরালে ম্যাজিস্ট্রেটরা বুলডোজার চালিয়ে অবৈধ স্থাপনা গুলো ভেঙে দেবে।

আরও পড়ুন:

এই উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি.এম.শামিম এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর জাকিয়া সুলতানা প্রমুখ।

সান নিইজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে নারী অপহরণের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব দেওভোগ এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে...

খেলা শুরুর আগে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ...

লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন দেওয়া যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মো. রুবেল নামে...

এনসিপি নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাক...

আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭ জন নেতাকর্মী আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘ...

মুন্সীগঞ্জে নারী অপহরণের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব দেওভোগ এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে...

এনসিপি নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাক...

সর্বোচ্চ ৫টি সিমের বেশি ব্যাবহার করতে পারবে না গ্রাহক

মোবাইল সিম ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিচ্ছে সরকার। অনিয়ম ও অপব্যবহা...

গণমাধ্যম ও ছায়ানটে হামলায় সরকারের যেকোনো অংশ ঘটতে দিয়েছে: নূরুল কবীর 

প্রথম আলো, দ্য ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে হামলা–ভাঙচুর ও অগ্নিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা