ছবি: সংগৃহীত
জাতীয়

সারাদেশে হিট স্ট্রোকে আরও ৯ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অনুভূতি অনেক বেড়ে গেছে। প্রচন্ড গরমের কারণে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় হিট স্ট্রোকে মানুষের মৃত্যু হচ্ছে।

আরও পড়ুন: এক জেলায় ঝড়বৃষ্টির আভাস

মঙ্গলবার (২৩ এপ্রিল) একদিনেই পুলিশ সদস্যসহ রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় হিট স্ট্রোকে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত শনিবার (২০ এপ্রিল) থেকে গত ৪ দিনে সারাদেশে হিট স্ট্রোকে মারা গেছেন ৩৩ জনের বেশি মানুষ।

এদিকে আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, তাপমাত্রা আজও চড়বে। গরম থেকে সহসা নিস্তার মিলবে- এমন আভাস দেশিবিদেশি কোনো আবহাওয়া মডেল দিতে পারছে না। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার পটুয়াখালীর বাউফলে হিট স্ট্রোকে মোহাম্মদ শাহ-আলম (৫০) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফল যান।

আরও পড়ুন: বাড়ছে সাপের উপদ্রব, সতর্ক থাকার পরামর্শ

সোমবার (২২ এপ্রিল) রাত ৯টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাউফল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে বরিশালে পাঠানো হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান তিনি।

গতকাল রাজধানীর গুলিস্তানে টোল প্লাজার পাশের রাস্তায় মো. আলমগীর শিকদার (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলমগীর যাত্রাবাড়ির পশ্চিম শেখদি এলাকার মৃত জমির শিকদারের ছেলে।

আরও পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

এ দিন সিরাজগঞ্জের তাড়াশে কৃষক আফসার আলী ও মো. হাসান আলী, নাটোরের বড়াইগ্রামে কৃষক বকুল হোসেন, জামালপুরে মরিচ ব্যবসায়ী গোলাম রাব্বানী, বরগুনার আমতলীতে অজিতুন নেসা, কুমিল্লার বুড়িচংয়ে শ্রমিক মুজিবুর রহমান ও খুলনার আড়ংঘাটায় ৬০ বছরের অজ্ঞাত এক ব্যক্তি হিট স্টোকে মারা গেছেন।

আবহাওয়াবিদরা বলছেন, টানা ভারী বর্ষণ ছাড়া এ দাবদাহ পরিস্থিতির উন্নতি হবে না। আজ তাপমাত্রা আরও বাড়তে পারে। সেই সঙ্গে আগামী ৩ দিন তাপমাত্রা বৃদ্ধির এ অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। চলতি মাসের বাকি সময়টা তাপপ্রবাহ থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত শনিবার (২০ এপ্রিল) রাজধানীর তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল চলতি বছরে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা। তবে রোববার (২১ এপ্রিল) রাজধানীর তাপমাত্রা ২.২ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। পরদিন সোমবার (২৩ এপ্রিল) ঢাকার তাপমাত্রা আরো কমে হয়েছে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: আজ ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী

এদিকে চলমান দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আশায় গতকাল রাজধানীসহ সারাদেশের বিভিন্ন এলাকায় ইসতিস্কার নামাজ আদায় করা হয়। প্রখর রোদ ও খোলা মাঠে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানিতে বৃষ্টির জন্য ফরিয়াদ করেন মুসল্লিরা।

মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে সালাতুল ইসতিস্কায় প্রখ্যাত আলেমে দ্বীন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ ইমামতি করেন। এতে শতাধিক মুসল্লি অংশ নেন।

এছাড়াও খুলনা, রাজশাহী, চুয়াডাঙ্গা, ফরিদপুর, পিরোজপুর, লালমনিরহাট, নাটোর ও বরগুনাসহ বিভিন্ন স্থানে ইসতিস্কার নামাজ আদায়ের খবর পাওয়া গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত...

পল্লবীর ঈদগাহ মাঠের উন্নয়ন নিয়ে সিদ্ধান্তহীনতা

রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী ডি ব্লক ঈদগাহ মাঠে দেয়াল নির্মাণের প্রস্তাবকে ক...

সকলের জন্য দরজা উন্মুক্ত থাকবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত বলেছ...

ওয়াজ মাহফিল নিয়ে এনসিপি নেত্রীর বিরূপ মন্তব্যে প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ওয়াজ মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে এনসিপির দক্ষিণ অঞ্চলে...

মালয়শিয়ার সেলেয়াং বারুতে বাংলাদেশিসহ ৮৪৩ জন আটক।

মো:নুরুল ইসলাম সুজন।। মালয়শিয়ার সেলেয়াং বারুতে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ ৮...

ধর্মকে ব্যবহার করে জামায়াত ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে: এনসিপি

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করছে জামায়াতে ইসলামী...

ওয়াজ মাহফিল নিয়ে এনসিপি নেত্রীর বিরূপ মন্তব্যে প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ওয়াজ মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে এনসিপির দক্ষিণ অঞ্চলে...

মুখোশ পরে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় হামলা

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্ব...

যথাযোগ্য মর্যাদায় ভালুকায় পালিত হলো হানাদারমুক্ত দিবস

ময়মনসিংহের ভালুকায় হানাদারমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠি...

হত্যা বন্ধে আমার কাছে সুইচ অন-অফের মতো কিছু নেই

হত্যা বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক বা সুইচ অন-অফের মতো কিছু নেই বলে মন্তব্য ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা