বরিশাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস
জাতীয়

মানবিক সহায়তাই ভরসা প্রবাসফেরত মানুষগুলোর

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: কভিড-১৯ বা করোনা ভাইরাসে বিপর্যস্ত বরিশাল জেলার বিদেশ ফেরত শ্রমিকদের সংকট কাটছেই না। চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন এসব শ্রমিক। অনেকে এখনো বিদেশে কারাভোগ করছেন। কেউ কেউ দেশে না এসে প্রবাসেই মানবেতর জীবনযাপন করছেন। করোনা পরবর্তীকালে আরও শ্রমিকরা দেশে ফিরতে পারেন বলে শোনা যাচ্ছে।

বরিশাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জানিয়েছে, বিদেশফেরত কর্মীদের নাম গত ০৬ সেপ্টেম্বর থেকে অনলাইন ডাটাব্যাংকে নিবন্ধন করছেন তারা। এ কার্যক্রমে দশ দিনেই বরিশাল জেলার ৬৫০ জন প্রবাসী তাদের নাম নিবন্ধন করেছেন।

তাদের মধ্যে মাত্র ১৭ জন প্রবাসী ঋণের আবেদন করেছে। বাকি সবাই করেছেন মানবিক সহায়তার আবেদন।

কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে, চাকরি না থাকা, ভিসা পেতে জটিলতাসহ নানা কারণে তারা আর বিদেশে যেতে পারছেন না। ফলে চাকরি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন।

করোনা শুরুর পর তারা দেশে ফিরেছেন। তাদের কেউ এসেছেন কাজ হারিয়ে, কেউ ভিসার মেয়াদ নবায়ন না হওয়ায়। আবার অনেকেই দেশে বেড়াতে এসে আটকা পড়েছেন বিভিন্ন দেশগুলোর নিষেধাজ্ঞায়। অনেকে আবার ফিরে এসেছেন একেবারে। তারা আর বিদেশে ফিরে যাবেন না।

কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা গেছে, ঋণ ও মানবিক সহায়তার আবেদনকারীরা দুবাই, কাতার, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, সৌদি, ওমান, লেবানন, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া ও বাহরাইন ফেরত।

বরিশাল কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এ কে এম সাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘০৬ সেপ্টেম্বর নাম নিবন্ধন শুরুর পর থেকে সবাই সহায়তার আবেদন করছেন। আমরাও বিদেশফেরত মানুষের বিভিন্ন দিক বিবেচনা করে আবেদন নিচ্ছি। মানবিক সহায়তা চাওয়া প্রবাসীদের নামের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠাবো।’

‘সেখান থেকে উপজেলা ভিত্তিক তালিকা করে মানবিক সহায়তার জন্য আবেদনকারীদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন সহায়তা করবে। আর যারা ঋণের আবেদন করেছেন, তাদের বিভিন্ন দিক বিবেচনা করে প্রবাসীকল্যাণ ব্যাংক সহায়তা করবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

নির্বাচিতের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘য...

এনআইডি দেখে শুকনা খাবার বিতরণ: আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতার ১০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর–৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবি...

শিল্প বর্জ্যের আগ্রাসনে বিপর্যস্ত ভালুকা খীরু নদী!

শিল্প বর্জ্যের অব্যবস্থাপনায় চিরসবুজ ভালুকার বুক চিরে বয়ে চলা খীরু নদী আজ নীর...

পরিবর্তনের ডাক নিয়ে মাঠে ট্রাক মার্কার প্রার্থী রবিউল হাসান, রাঙ্গাবালী–চরমোন্তাজে গণজোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া&ndas...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা