ছবি: সংগৃহীত
রাজনীতি

পদে ফিরছেন না জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিতের সিদ্ধান্ত আপিল বিভাগে আটকে গেছে। ফলে আপাতত পদে ফিরতে পারছেন না তিনি।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি দুপুরে

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদন শুনে হাইকোর্টের এ আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারকের আপিল বেঞ্চ। ফলেতাকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশই বহাল রয়েছে।

এ দিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং জাহাঙ্গীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত মঙ্গলবার (২১ নভেম্বর) জাহাঙ্গীর আলমের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ মেয়র পদ থেকে তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছিলেন।

আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

সেই সাথে তাকে বরখাস্তের আদেশ কেন অবৈধ না, তা জানতে রুল জারি করেছিলেন আদালত। এ রুল শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন করা হয়েছে।

উল্লেক্য, ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় গত ২ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

এ রায়ের পর দিনাজপুর বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেন। এ সময় মেয়র জাহাঙ্গীর সুপ্রিমকোর্টের এক বিচারপতিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: রিভিউ শুনতে পারবেন ৬ বিচারপতি

সেই বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সমিতির সদস্য শফিক রায়হান শাওন ও মাহফুজুর রহমান রোমানসহ ৪ আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে মেয়র ১৭ অগাস্ট জাহাঙ্গীর আলমকে তলব করে আপিল বিভাগ। পরে ২৪ আগস্ট তিনি আপিল বিভাগে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন।

আদালত জাহাঙ্গীর আলমকে ব্যক্তিগত হাজিরা ও অভিযোগ থেকে অব্যাহতি না দিয়ে আপিল বিভাগ শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করে।

আরও পড়ুন: বিজয়নগরে বাসে আগুন

এ দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ তাকে ১ মাসের কারাদণ্ড দেন। সেই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাকে ১ সপ্তাহের মধ্যে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

সে অনুযায়ী, জাহাঙ্গীর আলম দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক। গত ৩১ অক্টোবর কারাগারে থাকা অবস্থায় তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

কারাভোগ শেষে সোমবার (২০ নভেম্বর) তিনি বরখাস্তের আদেশের বিরুদ্ধে রিট আবেদন করেন। হাইকোর্ট তার পক্ষে আদেশ দিলেও আজ আপিল বিভাগে তা স্থগিত হয়ে গেল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

জনগণের সিদ্ধান্ত নাকি রাজনীতির সাজানো সম্মতি?

গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি পদ্ধতি, যে...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা