ছবি: সংগৃহীত
রাজনীতি

ইসির চিঠিতে সাড়া দেয়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ-বিএনপিসহ নিবন্ধিত ৪৪ টি রাজনৈতিক দলকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কার স্বাক্ষরে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, তা জানাতে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এতে সাড়া দেয়নি বিএনপি।

আরও পড়ুন: ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

এর আগে জোটবদ্ধভাবে নির্বাচন করতে দলগুলোকে শনিবারের (১৮ নভেম্বর) মধ্যে ইসিকে জানানোর জন্য পরিপত্র জারি করা হয়।

এ সংক্রান্ত চিঠি দলের সভাপতি-মহাসচিব বা সম-মর্যাদার কারো কাছে পাঠানো হয়। তবে এ দিন সন্ধ্যা পর্যন্ত ইসির ডাকে সাড়া দিয়েছে আওয়ামী লীগসহ মাত্র ১০ টি দল।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে বিএনপিসহ ৪৪ দলকে পৃথকভাবে এ চিঠি দেয় ইসি।

ইসি জানিয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৯ দল। এ কথা জানিয়ে শনিবার ইসিকে চিঠি দিয়েছে দলগুলো। এর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রয়েছে।

আরও পড়ুন: প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইসি

জোটবদ্ধ হয়ে ভোটে লড়তে চায়- বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা ও জাতীয় পার্টি (রওশন এরশাদ)। এছাড়া তৃণমূল বিএনপি ও প্রগতিশীল ইসলামী জোট হয়ে ভোটে লড়বে।

এদিকে জাতীয় পার্টির জি এম কাদের ও রওশন এরশাদের মধ্যে বহুদিন থেকেই দ্বন্দ্ব চলছে। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নির্বাচনে পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও নমুনা স্বাক্ষর দেয়া প্রসঙ্গে ইসিকে চিঠি দিয়েছে দলের চেয়ারম্যান জিএম কাদের।

এ চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আরও পড়ুন: সারাদেশে ৪৬০ টহল দল মোতায়েন

অপরদিকে প্রথম দিনই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির রেকর্ড গড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ দিন ১০৭৪ টি ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।

দলীয় সভাপতি শেখ হাসিনা নিজে ফরম তুলে এ কার্যক্রম উদ্বোধন করেন। পরে কেন্দ্রীয় নেতাসহ সারাদেশ থেকে আসা প্রার্থীরা ফরম তোলেন।

এ দিন নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল গুলিস্তান ও আশপাশের এলাকা। ঢাকঢোল পিটিয়ে নৌকা সাজিয়ে মিছিল নিয়ে আসেন তারা।

প্রার্থীদের চাপে গলদঘর্ম হতে হয় ফরম বিক্রেতাদের। এ সময় দফায় দফায় মাইকিং করে নির্দেশনা দিয়েও সামাল দিতে তাদের হিমশিম খেতে হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদ’র সাক্ষাৎ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়কে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও এ বিষয়ে সাড়া দেয়নি বিএনপি।

দলটির নেতারা বলছেন, বর্তমান ইসির ওপর যেহেতু আস্থা নেই, তাই ইসির পদক্ষেপে নজর থাকলেও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই।

দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, আমরা তো এ ইসি মানি না। আমাদের দাবি, ইসি পুনর্গঠন হোক। এ কমিশন কী চিঠি দিলো, না দিলো সেটা কোনো বিষয় না।

চিঠি প্রসঙ্গে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, চিঠি দিয়ে আওয়ামী লীগ জানিয়েছে জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। সভাপতির স্বাক্ষরে নমিনেশন দেবে তারা। গতকাল জোটবদ্ধ আবেদনের জমা দেওয়ার শেষ সময়।

আরও পড়ুন: সিদ্দিকবাজারে ককটেল বিস্ফোরণ

জাপার ২ টি চিঠি এসেছে। জিএম কাদের জানিয়েছেন, কার স্বাক্ষরে মনোনয়ন হবে। রওশন এরশাদ বলেছেন, তারা জোটে ভোট করবেন। আমলে নেবেন কোনটা? এটা কমিশন দেখবে। কারণ ২ টি চিঠি এসেছে। এখন কমিশন যেটা আমলে নেয়।

দলটির সাইনিং অথরিটি কে হবেন- এ বিষয়ে তিনি বলেন, নরমালি দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি হয়। আওয়ামী লীগ বলেছে, জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। সভাপতির স্বাক্ষরে তারা নমিনেশন দেবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়...

বিপিএল নিলামের আগে সরাসরি চুক্তিতে ২৩ ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের খেল...

শিক্ষকদের আন্দোলন: লক্ষ্মীপুরে দেড় ঘণ্টা পর পরীক্ষা শুরু

দেশব্যাপী চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। লক্ষ্মীপুরেও শিক্ষকরা আ...

মুন্সীগঞ্জে থানা থেকে লুট হওয়া শর্টগান-কার্তুজসহ গ্রেপ্তার ১

সেনাবাহিনীর অভিযানে জুলাই গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া শর্...

কুষ্টিয়ায় অস্ত্র, ম্যাগাজিন, গুলিসহ আটক যুবক

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মোঃ আরিফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ড...

ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ

ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভ...

শুরু হয়েছে গৌরবগাঁথা মহান বিজয়ের মাস

আজ ১ ডিসেম্বর শুরু হলো বাঙালি জাতির গৌরবের মাস, বিজয়ের মাস। ১৯৭১ সালের ১৬ ডিস...

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা, বিএনপি নেতাকে পিস্তল ঠেকিয়ে হুমকি

লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসুকে পিটিয়ে আহত ক...

মোরেলগঞ্জে সোনালি ধানের শীষে কৃষকদের স্বপ্ন ঝলমল করছে

উপকূলের খাদ্য শস্যভাণ্ডার নামে খ্যাত বাগেরহাটের মোরেলগঞ্জে আমন ধানের বাম্পার...

কুষ্টিয়ায় অস্ত্র, ম্যাগাজিন, গুলিসহ আটক যুবক

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মোঃ আরিফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা