জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার সদর উপজেলার পাঁচদোনা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নরসিংদী বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ২ পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশী-বিদেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এর পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: লেবানন থেকে দেশে ফিরেছে ৯৪
আহতরা হলো, গুলিবিদ্ধ পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে মো. রনি (৩২), একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে আলম মিয়া (৫৫) এবং মিজান মিয়ার ছেলে শুভ (১৯)। তারা মোসাদ্দেকের পক্ষের বলে জানা যায়।
মোসাদ্দেক নরসিংদী জেলার সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালমিয়া মেম্বার এবং নরসিংদী সদর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদল নেতা।
স্থানীয়দের বরাত দিয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিলো। এ সময় মঙ্গলবার রাতে ২ পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষের এক পর্যায়ে ২ পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            