অক্সফোর্ডের করোনা টিকার চূড়ান্ত ট্রায়াল স্থগিত
আন্তর্জাতিক

অক্সফোর্ডের করোনা টিকার চূড়ান্ত ট্রায়াল স্থগিত

আন্তর্জাতিক ডেস্কঃ

অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকার চূড়ান্ত ক্লিনিকাল ট্রায়াল স্থগিত করা হয়েছে। টিকা গ্রহণকারী এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ খবর প্রকাশ করেছে বিবিসি। অ্যাস্টাজেনেকা এটিকে 'রুটিন' বিরতি বলে বর্ণনা করেছে।

বিবিসি জানিয়েছে, ট্রায়ালে একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ার পর এই কার্যক্রম সাময়িক স্থগিত করা হলেও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তার অসুস্থতার ধরন সম্পর্কেও বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির অসুস্থতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার আগ পর্যন্ত বিশ্বজুড়ে ভ্যাকসিনটির ট্রায়াল বন্ধ থাকবে। তবে আশা করা হচ্ছে, ওই ব্যক্তি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

সারা বিশ্বে বেশ কয়েকটি করোনা টিকার ট্রায়াল চলছে। তার মধ্যে অগ্রগামী ছিল অ্যাস্টাজেনেকা ও অক্সফোর্ডের যৌথ উদ্যোগে তৈরি এ টিকা। তাই এ টিকার চূড়ান্ত ট্রায়াল প্রক্রিয়ার দিকে সারা বিশ্বের মনোযোগ ছিল।

বাজারে আসতে পারে এমন টিকাগুলোর মধ্যে প্রথম দিকেই থাকতে পারে এ টিকা। তাই প্রথম ও দ্বিতীয়ধাপের ট্রায়ালের পর এ টিকা নিয়ে সবার প্রত্যাশাও তৈরি হয়েছিল আকাশচুম্বী। সম্প্রতি এ টিকার তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করা হয়। এতে ব্রিটেন, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার প্রায় ৩০ হাজার মানুষ অংশ নেয়।

খুব শিগগিরই ফের ট্রায়াল শুরু হবে বলে আশা অক্সফোর্ডের টিকার বিপণন অংশীদার ব্রিটিশ ওষুধ উৎপাদক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার। প্রতিষ্ঠানটি বলছে, বড় ধরনের ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয়। এটি এক ধরনের রুটিন ওয়ার্ক।

প্রসঙ্গত, তৃতীয় ধাপের ট্রায়ালে সাধারণত হাজার হাজার মানুষ অংশ নেয় এবং এ ট্রায়াল কয়েক বছর ধরে চলে।

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা