ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের ধর্মমন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে সড়ক দুর্ঘটনায় দেশটির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক মন্ত্রী ও জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল) নেতা মুফতি আবদুল শাকুর নিহত হয়েছেন।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার (১৬ এপ্রিল) পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদের রেড জোন এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

আরও পড়ুন : জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মুফতি আবদুল শাকুরের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, প্রধানমন্ত্রী শেহবাজসহ মন্ত্রিপরিষদের একাধিক সদস্য।

দ্য ডন জানিয়েছে, পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী ও জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল) নেতা মুফতি আবদুল শাকুর শনিবার সন্ধ্যায় রাজধানীর রেড জোন এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

আরও পড়ুন : ফারদিন হত্যা মামলা, তদন্তে সিআইডি

পুলিশ জানিয়েছে, ৫৫ বছর বয়সী এই মন্ত্রী কনস্টিটিউশন এভিনিউতে সেক্রেটারিয়েট চকের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে একটি হাইলাক্স মুফতি আবদুল শাকুরকে বহনকারী গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া গাড়িতে ৫ জন আরোহী ছিল।

তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় মন্ত্রীকে পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হলেও তাকে বাঁচানো যায়নি। খবর পেয়ে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাথে নিয়ে দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছান পুলিশের মহাপরিদর্শক।

আরও পড়ুন : মেক্সিকোতে হামলা, নারী-শিশুসহ নিহত ৭

পুলিশ আরও জানায়, অন্য গাড়ির ৫ আরোহীকে আটক করা হয়েছে। তদন্তের জন্য নিকটবর্তী থানায় তাদের স্থানান্তর করা হয়েছে। গাড়িতে মন্ত্রী একা ছিলেন নাকি তার সাথে আরও কেউ ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

অবশ্য পুলিশের একটি সূত্র বলছে, মন্ত্রী নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

আরও পড়ুন : অগ্নিকাণ্ডের পেছনে কারণ থাকে

হাসপাতাল থেকে জানানো হয়, দুর্ঘটনায় মন্ত্রীর মাথায় গুরুতর আঘাত লাগে। এর ফলে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল) এর অফিসিয়াল অ্যাকাউন্টের টুইট অনুযায়ী , রোববার দুপুর ২ টায় লাকি মারওয়াতের তাজবি খেল এলাকায় মুফতি আবদুল শাকুরের জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : দুবাইয়ের ভবনে আগুন, নিহত ১৬

দ্য ডন জানিয়েছে, মুফতি আবদুল শাকুর বেশ সোচ্চার জেইউআই-এফ নেতা ছিলেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের, বিশেষ করে পিটিআইয়ের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতার জন্য তিনি পরিচিত ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, তিনি মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্ল্যাটফর্ম থেকে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি লাকি মারওয়াতের বাসিন্দা।

আরও পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও প্রার্থনা করেছেন। একই সাথে মুফতি আবদুল শাকুরকে জেইউআই-এফ এর একজন ‘গতিশীল ও আদর্শিক নেতা’ এবং ভালো মানুষ হিসেবেও অভিহিত করেছেন তিনি।

পৃথকভাবে করা এক টুইট বার্তায় শেহবাজ বলেন, বন্ধু, সহকর্মী এবং মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য মুফতি আব্দুল শাকুরের আকস্মিক মৃত্যুতে’ তিনি গভীরভাবে দুঃখিত হয়েছেন। তিনি তাকে একজন ‘পণ্ডিত, আদর্শিক রাজনৈতিক কর্মী এবং ধার্মিক ব্যক্তি হিসাবেও স্মরণ করেন।

আরও পড়ুন : বাড়বে রাতের তাপমাত্রা

এছাড়া মন্ত্রীর দুঃখজনক মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি, পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি, জাতীয় পরিষদের স্পিকার পারভেজ আশরাফ এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বও শোক প্রকাশ করেছেন। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী ও ফয়সাল জাভেদ তাদের শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

নাসার চাঁদে অভিযানের দায়িত্বে স্পেসএক্স না ব্লু অরিজিন?

পরবর্তী চাঁদ অভিযান কর্মসূচিতে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে নাসার নতুন প্রশ...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা